১৫ অগস্ট থেকেই শুরু হবে জিও-র গিগা-ফাইবার পরিষেবার রেজিস্ট্রেশন ৷ রেজিস্ট্রেশন করা যাবে myjio ও jio.com-এ ৷
তা কীভাবে কাজ করবে জিও-র এই নতুন পরিষেবা ?
জিও-র এই ওয়াইফাই পরিষেবা তৈরি অপটিকাল ফাইবার দিয়ে ৷ একটি ‘ফাইবার কেবল’ আপনার বাড়িতে নিয়ে যাওয়া হবে ৷ তবে শেষের কানেকশনটা তৈরি হবে তামার তার দিয়েই ৷ ইন্টারনেটে দ্রুত গতি তৈরি করতেই এই ব্যবস্থা ৷
advertisement
কী কী চালানো সম্ভব ওয়াইফাইয়ে ?
জিও গিগা ফাইবার গোটা বাড়িকে ইন্টারনেটের আওতায় মুড়ে ফেলতে স্বচেষ্ট ৷ একই সঙ্গে এই গিগা ফাইবার পরিষেবা আপনার বাড়ির নিরাপত্তা, হোম অটোমেশন, ল্যান্ডলাইন পরিষেবা, কেবল টিভি, ব্রডব্যান্ড পরিষেবা প্রদান করবে ৷
Reliance AGM 2018: আসছে জিও ফোন ২, মিলবে ৫০১ টাকায় : মুকেশ আম্বানি
রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি জানান, ‘জিও গিগা ফাইবার অফিস কানেক্টিভিটি প্লাটফর্ম ৷ এই প্লাটফর্ম ডিজিটাল ইন্ডিয়া দ্রুত বৃদ্ধি করবে ৷ শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থায় কাজ করছে রিলায়েন্স ৷ জিও প্রথম ভারতের মোবাইল ভিডিও নেটওয়ার্ক ৷ ২৯০ মিনিট প্রতিদিন জিও ব্যবহৃত হয় ৷ ডেটা ব্যবহারে সর্বোচ্চ স্থানে জিও ৷’