বিনাইন বা ম্যালিগন্যান্ট দু’ধরণেরই হতে পারে এই টিউমর৷
তবে তাঁর টিউমরটি কী ধরণের বা তা কোথায় হয়েছে এ বিষয়ে কিছুই জানাননি অভিনেতা৷
♦ কী এই নিউরো এন্ডোক্রিন টিউমর?
• এটি একটি বিরল ধরণের টিউমর৷
• দেহের যে কোনও অংশেই তৈরি হতে পারে এই ধরণের টিউমর৷
• ফুসফুস, ক্ষুদ্রান্ত, অ্যাপেনডিক্স, অগ্নাশয়, মস্তিষ্ক- যে কোনও জায়গাতেই তৈরি হতে পারে এই ধরণের টিউমর৷
advertisement
• নিউরো এন্ডোক্রিন কোষ স্নায়ু কোষের মতো কোষ তৈরি করে৷
• যা হরমোন উৎপাদন করতে পারে৷
• বিনাইন বা ম্যালিগন্যান্ট দু’ধরণেরই হতে পারে এই টিউমর৷
• চার ধরণের হয় নিউরো এন্ডোক্রিন টিউমর৷
• ফিওক্রোমোসাইটোমা, মার্কার সেল ক্যান্সার, নিউরো এন্ডোক্রিন কার্সিনোমা এবং প্যারাগ্যাংলিওমা৷
Location :
First Published :
March 16, 2018 4:53 PM IST