TRENDING:

Coromandel Express Train Accident: ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, রেলের তরফে চালু হল হেল্পলাইন নম্বর

Last Updated:

Coromandel Express Train Accident: বড়সড় রেল দুর্ঘটনার কবলে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। ঘটনায় আহত শতাধিক যাত্রী। শুক্রবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ ঘটে ওড়িশার বালাসোরের কাছে। জানা গিয়েছে, করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি লাইনচ্যুত হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালাসোর: বড়সড় রেল দুর্ঘটনার কবলে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। ঘটনায় আহত শতাধিক যাত্রী। শুক্রবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ ঘটে ওড়িশার বালাসোরের কাছে। জানা গিয়েছে, করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। পুলিশ ও কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, রেলওয়ের কর্মচারী, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে উদ্ধারের চেষ্টা করছে।
advertisement

ঘটনার পর থেকেই পুরো পরিস্থিতির উপর নজর রাখছে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই রেলের তরফ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য ও আহতদের খোঁজ নিতে রেলের দেওয়া হেল্প লাইন নম্বরগুলি হল- হাওড়া ডিভিশনের জন্যে – 033-26382217, খড়গপুর ডিভিশনের জন্যে – 8972073925 // 9332392339, বালেশ্বর হেল্পলাইন – 8249591559 // 7978418322, শালিমার হেল্পলাইন – 9903370746।

advertisement

রেল সূত্রে খবর, বালেশ্বরের প্রায় চল্লিশ কিলোমিটার আগে সোড়ো স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে৷ তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়৷ প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, সংঘর্ষের জেরে ট্রেনের অধিকাংশ কামরাই বেলাইন হয়েছে৷ যদিও দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়৷ তবে দুর্ঘটনার যা প্রাথমিক ছবি দেখা গিয়েছে, তাতে অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করছেন রেল কর্তারা৷

advertisement

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Coromandel Express Train Accident: ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, রেলের তরফে চালু হল হেল্পলাইন নম্বর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল