এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেই তালিকায় নাম রয়েছে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর থেকে শুরু করে ডেবরা কলেজের প্রিন্সিপাল রূপা দাশগুপ্ত, বিদ্যাসাগর বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দীপক কুমার কর সহ অনেকের।
আরও পড়ুনঃ ছাগলের টোপেই ধরা পড়ল ‘চোর’! জলপাইগুড়ির চা বাগানে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক লেপার্ড, ফিরল স্বস্তি
advertisement
এছাড়াও এই কর্মসূচিতে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিজ্ঞানী, অধ্যাপক ও বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা উপস্থিত ছিলেন। এদিন বিজ্ঞান নিয়ে বক্তৃতা ও আলোচনা চলে। সেই সঙ্গেই প্রতিযোগিতারও আয়োজন করা হয়। কৃতীদের বুধবার পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন ডেবরা কলেজের প্রিন্সিপাল রূপা দাশগুপ্ত।
সব মিলিয়ে, এদিনের এই সেমিনার ও আলোচনা সভা ঘিরে জমজমাট ছিল ডেবরা কলেজ। একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিজ্ঞান নিয়ে আলোচনা ও বক্তৃতা দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল।
