TRENDING:

Birbhum News: ১৭৭৫ সালে মহারাজা নন্দকুমারের প্রতিষ্ঠিত কালী মন্দির রয়েছে বীরভূমে! জানেন কোথায়

Last Updated:

বীরভূম ভ্রমণে এসে সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই মন্দির যদি না দেখলেন তাহলে আপনার ভ্রমন বৃথা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম,সৌভিক রায়: বীরভূম জেলার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানান অজানা গল্প। রয়েছে একাধিক সতীপীঠ থেকে শুরু করে সিদ্ধ পীঠ। রয়েছে একাধিক রাজবাড়ি থেকে শুরু করে জমিদার বাড়ি। আর এরই পাশাপাশি রয়েছে একাধিক কালীমন্দির। বীরভূম জেলা জুড়ে যে কতগুলি কালী মন্দির রয়েছে তা আপনার ধারণার বাইরে।  কালীপুজোর দিনেও আপনি ওই এলাকার সমগ্র কালী মন্দির ঘুরে শেষ করতে পারবেন না। এই সমস্ত কালী মন্দিরগুলি শুধুমাত্র ধর্মস্থান নয়, বরং বিভিন্ন ঐতিহাসিক ও অলৌকিক ঘটনার সাক্ষীও বহন করে চলেছে। যেমনটা শোনা যায় বীরভূমের সতীপীঠ নলাটেশ্বরী মন্দিরের কাছেই অবস্থিত আকালিপুরের গুহ্যকালীর সম্পর্কে।
advertisement

বছরের প্রত্যেকদিন দূর দুরন্ত থেকে বহু পর্যটকেরা বীরভূমের এই নলহাটির নলাটেশ্বরী মন্দিরে পুজো দিতে আসেন। তবে এই মন্দির থেকে কিছু দূরে রয়েছে মা গুহ্যকালী মন্দির। অনেকেই সেই বিষয়ে জানেন না। এই মন্দিরের ইতিহাস ঘাটলে জানা যায় মহারাজ নন্দকুমার এক কালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তবে সবার থেকে যেই বিষয়টি অন্য রকম, তা হল এখানকার কালীমূর্তি। আমরা মূলত যে ধরনের কালীপ্রতিমা দেখে অভ্যস্ত, তার থেকে ঠিক অনেকটাই আলাদা এই কালী মূর্তি। এখানে পঞ্চমুণ্ডির আসনের উপরে সর্পবেদীতে প্রতিষ্ঠিত গুহ্য কালী।

advertisement

এই কালীপ্রতিমার প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছে অনেক বড় ইতিহাস। জানা যায়, মগধরাজ জরাসন্ধ এই মূর্তিটি নির্মাণ করেছিলেন। কালক্রমে বিভিন্ন রাজার হাতে পুজিত হওয়ার পরে কাশীরাজ চৈত সিংহের রাজত্বে এক কৃষক জমিতে এই দেবী মূর্তিটি খুঁজে পান। ঠিক সেই সময় ওয়ারেন হেস্টিংসের নজরে পড়ে মায়ের এই অপরূপ মূর্তি। শোনা যায়, তিনি নাকি মায়ের এই মূর্তিটিকে ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অঙ্কের ভীতি কাটিয়ে কিভাবে মাধ্যমিকে মিলবে ভাল নম্বর জানুন
আরও দেখুন

এখানে ব্রাহ্মণী নদীতীরে শ্মশানের পাশে এক নিরিবিলি পরিবেশে আট কোণা ইটের মন্দির স্থাপন করে মায়ের পুজো শুরু করা হয় এক সময়। তন্ত্রসম্মত ভাবে সাধনার উপযোগী এই মন্দিরেই মা গুহ্যকালী নামে পরিচিতি পান, যার নিদর্শন আজও রয়েছে। সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত রয়েছে এই মন্দিরটি। তাই এবার যদি আপনি বীরভূম ভ্রমণের জন্য আসেন তাহলে অন্ততপক্ষে একবার ঘুরে আসুন এই কালী মন্দির থেকে। আপনার মন মুগ্ধ হতে বাধ্য এই মন্দির গেলে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: ১৭৭৫ সালে মহারাজা নন্দকুমারের প্রতিষ্ঠিত কালী মন্দির রয়েছে বীরভূমে! জানেন কোথায়
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল