শুক্রবার সকাল থেকে বাগদেবীর আরাধনায় মেতেছেন সকলে। উৎসবের এই আবহে মগরাহাটে লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের। দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট থানার মাগুর পুকুর এলাকায় ঘটনাটি ঘটেছে।
advertisement
জানা যায়, শুক্রবার বাড়ি থেকে বাইকে চেপে বারুইপুরের দিকে যাচ্ছিলেন কামাল হোসেন মোল্লা। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। মাগুর পুকুরে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে। অন্যদিকে সামনে থাকা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পোস্টে ধাক্কা দেয়।
এই ঘটনার পর বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মগরাহাট থানার পুলিশ। সেই সঙ্গেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।
এই ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তরতাজা যুবকের এই পরিণতি মেনে নিতে পারছেন না কেউ। কান্নায় ভেঙে পড়েছেন বাড়ির লোক।
