TRENDING:

Purulia History: মানভূমে বিপ্লবের কান্ডারি ছিলেন অহিংসার পূজারি ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্ত! নীলকণ্ঠ ভবনে পালিত হল তাঁর সার্ধ শতবর্ষ

Last Updated:

Purulia History:এই বাড়ির আনাচে-কানাচে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নেতাজির স্মৃতি, একইভাবে রয়েছে ঋষি নিবারণচন্দ্রের স্মৃতি। তাই এই উৎসবের মধ্যে দিয়ে নীলকন্ঠ পরিবার ও নিবারণচন্দ্রের পরিবার একত্রিত হয়ে ইতিহাসের স্মৃতিচারণ করে। পাশাপাশি বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়: মানভূমের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের অন্যতম নাম ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্ত। মানভূমের অহিংসা স্বাধীনতা আন্দোলনের  কান্ডারি ছিলেন তিনি। গোটা মানভূম জুড়ে তার জন্ম সার্ধশতবর্ষ পালিত হচ্ছে। পুরুলিয়া জেলার ঐতিহ্য নীলকণ্ঠ নিবাসের সঙ্গেও তাঁর ছিল আত্মিক যোগাযোগ। সেই বাড়িতেও তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও তাঁর স্মৃতিচারণ করা হল। পুরুলিয়া নামো পাড়ায় অবস্থিত নীলকণ্ঠ নিবাস।  যেখানে বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু পুরুলিয়া সফরে এসে রাত্রিযাপন করেছিলেন। এই বাড়ির আনাচে-কানাচে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নেতাজির স্মৃতি, একইভাবে রয়েছে ঋষি নিবারণচন্দ্রের স্মৃতি। তাই এই উৎসবের মধ্যে দিয়ে নীলকন্ঠ পরিবার ও নিবারণচন্দ্রের পরিবার একত্রিত হয়ে ইতিহাসের স্মৃতিচারণ করে। পাশাপাশি বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
advertisement

এ বিষয়ে নীলকন্ঠ চট্টোপাধ্যায় প্রপৌত্র রাজর্ষি চট্টোপাধ্যায় বলেন, এই দিনটি তাঁদের কাছে এক গৌরবময় দিন। ‌ দুই পরিবারের মিলন উৎসব হল এর মধ্যে দিয়ে। এছাড়াও অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের উত্তরসূরিরাও একত্রিত হয়েছিল। যা আগামী প্রজন্মের কাছে বড় ছাপ ফেলে যাবে। এ বিষয়ে ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্তের পৌত্র তথা নাতি প্রসাদ দাশগুপ্ত বলেন, এই বাড়িতে বসেই ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্ত ও নীলকণ্ঠ চট্টোপাধ্যায় একাধিক মিটিং করেছেন। সেখানে ঋষি নিবারণ চন্দ্রর দাশগুপ্তের জন্ম সার্ধশতবর্ষ পালিত হচ্ছে এটা তার কাছে গর্বের। পাশাপাশি ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্তের সংগ্রহশালা তৈরিরও দাবি রাখেন তিনি। ‌

advertisement

আরও পড়ুন : ইতিহাসের স্রোতে বিলীন প্রাসাদ-সম্পদ-জৌলুস, মুর্শিদাবাদের নবাবদের বংশধর সৈয়দ রেজা আলি মির্জার সঙ্গী এখন সাইকেল

সেরা ভিডিও

আরও দেখুন
একের পর এক মৃত্যু হচ্ছে জলজ প্রাণীর...! দূষণ বিভীষিকা ছড়াচ্ছে আতঙ্ক, হারিয়ে যাচ্ছে খড়ি নদী
আরও দেখুন

ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্ত রাজনীতিবিদের পাশাপাশি ছিলেন পুরুলিয়ার জেলা স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক। শিক্ষকতা থেকে অবসর নিয়ে নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের কথায় জাতীয় কংগ্রেসের মানভূমের সভাপতি পদ গ্রহণ করেন তিনি। এরপর স্বাধীনতা সংগ্রামের অন্যতম অঙ্গ গান্ধিজির অসহযোগ আন্দোলনে পা বাড়িয়ে মানভূমের মাটিতে আন্দোলন চালিয়ে যেতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তাই তিনি মানভূমের গান্ধি নামেও পরিচিত। পুরুলিয়াবাসীর গর্ব তিনি। গোটা মানভূম তাঁর কাছে চিরঋণী হয়ে থাকবে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia History: মানভূমে বিপ্লবের কান্ডারি ছিলেন অহিংসার পূজারি ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্ত! নীলকণ্ঠ ভবনে পালিত হল তাঁর সার্ধ শতবর্ষ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল