এ দিনই জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন হয়৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ ছাডা়ও উপস্থিত ছিলেন বর্তমান এবং প্রাক্তন একাধিক বিচারপতি৷
সেই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষ বিচারব্যবস্থার উপরে ভরসা করেন৷ বিচারব্যবস্থা আমাদের সংবিধানের রক্ষাকর্তা৷ দেশের সব মানুষের পক্ষ থেকে আমার অনুরোধ, ‘আমরা যেন একতার পক্ষে কাজ করি, কথা বলি৷ কোনও ধর্মীয়, জাতপাতের ভিত্তিতে যেন কোনও ভেদাভেদ না থাকে৷’
advertisement
এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, ‘আমাদের প্রধান বিচারপতি সহ সব বিচারপতিকে আমার অনুরোধ, আমাদের সংবিধান, গণতন্ত্র, নিরাপত্তা, ইতিহাসকে বিপর্যয়ের হাত থেকে বাঁচান৷ মিডিয়া ট্রায়াল বন্ধ হোক৷ এখন মানুষকে বদনাম করার একটা প্রবণতা তৈরি হয়েছে৷ বেশ কিছু এজেন্সি ইচ্ছাকৃত ভাবে মানহানি করছে৷ আমি নিজের জন্য বলছি না, গণতন্ত্র, দেশ, বিচারব্যবস্থা, সংবিধান, দেশের মানুষকে বাঁচান, সংবিধানকে বাঁচান৷ আমরা আপনাদের কাস্টডিতে রয়েছে৷ আপনারা সংবিধানের রক্ষাকর্তা৷ বিচারব্যবস্থার উপরে কেউ নেই৷’
এ দিন কেন্দ্রীয় আইনমন্ত্রীর সামনেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ রাখলেও রাজ্য সরকার বিচারব্যবস্থার পরিকাঠামো বৃদ্ধির কাজ চালিয়ে গিয়েছে৷ নতুন ফাস্ট ট্র্যাক কোর্ট, পকসো কোর্ট এবং শ্রম আদালতও তৈরি করা হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷ কলকাতা হাইকোর্টের নতুন ভবনের জন্য রাজ্য সরকার নিউ টাউনে জমি দিয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
