TRENDING:

Birbhum News: দু'ই হাত নেই! পা দিয়েই অভাবী শিশুদের ভবিষ্যৎ লিখছেন বীরভূমের এই মাস্টারমশাই!

Last Updated:

দু'ই হাত নেই, তবু শিক্ষার আলো ছড়াচ্ছেন সিউড়ির জগন্নাথ, লটারি বেঁচে চলে সংসার, রাতে পড়ান অভাবী শিশুদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: মানুষের অদম্য ইচ্ছাশক্তির কাছে যে শারীরিক প্রতিবন্ধকতা হার মানতে বাধ্য, তার জীবন্ত উদাহরণ বীরভূমের সিউড়ির হাটজন বাজারের জগন্নাথ মাহারা। জন্ম থেকেই দু’টি হাত নেই তাঁর, কিন্তু সেই অভাবকে জয় করে আজ তিনি এলাকার কয়েক ডজন শিশুর কাছে ‘মাস্টারমশাই’। পেশায় লটারি বিক্রেতা জগন্নাথ দিনের শেষে বিনামূল্যে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছেন পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের কাছে। আর্থিক অভাবের কারণে জগন্নাথের চার ভাই পড়াশোনা করতে পারেননি। কিন্তু জগন্নাথের জেদ ছিল অটুট। বীরভূম জেলা স্কুল ও বিদ্যাসাগর কলেজ থেকে পড়াশোনা শেষ করে তিনি ডিএলএড প্রশিক্ষণও নিয়েছেন। জগন্নাথ জানান, এক সময় শিক্ষকরা তাঁকে বিনামূল্যে পড়িয়েছিলেন, আজ তিনি সেই ঋণ শোধ করছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত লটারি বিক্রি করে সংসার চালিয়ে সন্ধেবেলা তিনি বসে যান পড়াতে। হাত না থাকায় পা দিয়েই ব্ল্যাকবোর্ডে চক ডাস্টার চালান তিনি।
advertisement

২০১৬ সালে মাত্র দু’টি বাচ্চা নিয়ে শুরু হলেও, আজ তাঁর কাছে পড়াশোনা করছে প্রায় ৮৫ জন ছাত্রছাত্রী। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ানো হয় এখানে। কেবল শিক্ষা নয়, বিভিন্ন মানুষের অনুদানে বাচ্চাদের বই খাতা ও পোশাকের দায়িত্বও পালন করেন তিনি। তাঁর এই নিঃস্বার্থ কাজে অনুপ্রাণিত হয়ে এলাকার কয়েকজন গৃহবধূও এখন শিক্ষক হিসেবে তাঁর সঙ্গী হয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছোট্ট আইডিয়া বদলে দিল ভাগ্য, পকেটে টাকার জোয়ার! অভাবের অতীত, বাজার কাঁপাচ্ছেন এই শিল্পীরা
আরও দেখুন

বর্তমানে কোন সরকারি সাহায্য ছাড়াই চলছে এই উদ্যোগ। অভিভাবক টুম্পা সেনের কথায়, “হাত না থাকলেও স্যার যেভাবে পড়ান, তা সাধারণ মানুষের পক্ষেও কঠিন।” জগন্নাথ বর্তমানে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তাঁর স্বপ্ন, একটি স্থায়ী কাজ পেলে এই অবৈতনিক বিদ্যালয়টিকে আরও বড় করবেন যাতে কোন শিশু অর্থাভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: দু'ই হাত নেই! পা দিয়েই অভাবী শিশুদের ভবিষ্যৎ লিখছেন বীরভূমের এই মাস্টারমশাই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল