২০১৬ সালে মাত্র দু’টি বাচ্চা নিয়ে শুরু হলেও, আজ তাঁর কাছে পড়াশোনা করছে প্রায় ৮৫ জন ছাত্রছাত্রী। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ানো হয় এখানে। কেবল শিক্ষা নয়, বিভিন্ন মানুষের অনুদানে বাচ্চাদের বই খাতা ও পোশাকের দায়িত্বও পালন করেন তিনি। তাঁর এই নিঃস্বার্থ কাজে অনুপ্রাণিত হয়ে এলাকার কয়েকজন গৃহবধূও এখন শিক্ষক হিসেবে তাঁর সঙ্গী হয়েছেন।
advertisement
বর্তমানে কোন সরকারি সাহায্য ছাড়াই চলছে এই উদ্যোগ। অভিভাবক টুম্পা সেনের কথায়, “হাত না থাকলেও স্যার যেভাবে পড়ান, তা সাধারণ মানুষের পক্ষেও কঠিন।” জগন্নাথ বর্তমানে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তাঁর স্বপ্ন, একটি স্থায়ী কাজ পেলে এই অবৈতনিক বিদ্যালয়টিকে আরও বড় করবেন যাতে কোন শিশু অর্থাভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়।
advertisement
Location :
Birbhum,West Bengal
First Published :
Jan 21, 2026 7:51 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: দু'ই হাত নেই! পা দিয়েই অভাবী শিশুদের ভবিষ্যৎ লিখছেন বীরভূমের এই মাস্টারমশাই!