গোডাউনের ভিতরে রান্নাবান্নার কাজ চলত বলে জানা গিয়েছে। গ্যাসের ব্যবহার, শর্ট সার্কিট না কি অন্য কোনও কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় কোনও হতাহতর খবর মেলেনি। আগুনের লেলিহান শিখা সম্পূর্ণভাবে গ্রাস করে নিয়েছে কারখানাটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট এর মাধ্যমে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। অত্যন্ত দাহ্য কেমিক্যাল থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়েছে।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোডাউন জুড়ে। ঘটনাস্থলে পৌঁছায় ফলতা থানার পুলিশ। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনীর কর্মীরা।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 26, 2026 12:18 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: রাত আড়াইটে থেকে বের হতে থাকে লেলিহান শিখা! নাজিরাবাদে থার্মোকলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
