দূর দূরান্ত থেকে এই মেলায় চাষী থেকে সাধারণ মানুষ ভিড় জমায় তাদের জৈব সার কিভাবে প্রস্তুত করতে হয় সাধারণ ঘরোয়া পদ্ধতি দিয়ে তা নিয়েও একটি পরিষেবা মূলক রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষি বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই মেলাতে চাষীদের বাগানে অদ্ভুত রকম সবজি যা অবিশ্বাস্য যেমন একটি ঢেঁড়শ গাছ ১৫ থেকে ১৬ ফুট।
advertisement
এছাড়াও রয়েছে একটি লাউ যার ২০ কেজি ওজন ও অবিশ্বাস্য একটি কলা গাছের দুটি কলার কাঁদি তাছাড়াও চাল কুমড়ো, পেঁপিয়া রকমারি অদ্ভুত সবজি নিয়ে হাজির মেলাতে। মেলার সম্পাদক অমিতাভ শর্মা বলেন,” সাধারণ মানুষের জন্য এই মেলা। সাধারণ মানুষের সুবিধার্থে আমরা প্রতিবছর এই মেলা করে আসছি যা দেখতে দেখতে ২৪তম বর্ষে পদার্পণ করেছে এই মেলা চলবে আট দিন ধরে হারিয়ে যাওয়া পুতুল নাচ থেকে যাত্রা পালা সবকিছুই থাকবে মেলা প্রাঙ্গণে।”
উদ্বোধন অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ জ্বেলে মেলার শুভ সূচনা করেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী। নরেন্দ্রপুর কৃষি দফতরের আধিকারিক ও মহাকাশ গবেষণা আধিকারিক-সহ বিশিষ্ট অতিথিরা।