প্রসঙ্গত, ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পর আনন্দপুরে ভস্মীভূত গোডাউনের ধ্বংসস্তূপ সরাতেই একের পর বেরিয়ে আসছে দেহের টুকরো৷ অগ্নিকাণ্ডের স্থল থেকে শুক্রবারও আরও দু’জনের দেহাংশ উদ্ধার করা হয়৷ সূত্রের খবর, ইতিমধ্যেই ময়নাতদন্ত ও ফরেন্সিক এবং ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে উদ্ধারকৃত দেহাংশ৷ এখনও পর্যন্ত এই নিয়ে মোট ২৭ জনের দেহাংশ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে বলেই জানা গিয়েছে৷
advertisement
বৃহস্পতিবার সকালে ও বিকেলে উদ্ধার করা হয় আরও চারজনের দেহ৷ এরই মধ্যে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে৷ ওয়াও মোমোর সেই গুদামের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে বৃহস্পতিবার রাতে নরেন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনোরঞ্জন শিট আনন্দপুরের গুদামে ম্যানেজারের দায়িত্বে ছিলেন। ডেপুটি ম্যানেজার ছিলেন রাজা চক্রবর্তী। ধৃতদের শুক্রবারই বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হয়।
অর্পণ মণ্ডল
