তৃণমূলের চিন্তা বাড়িয়ে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে শক্তি যথেষ্ট বাড়িয়েছে গেরুয়া শিবির। সীমান্তবর্তী এলাকাগুলিতেও ফল ভাল হয়েছে। মেরুকরণের রাজনীতিও বেশ কিছু জায়গায় ছাপ ফেলেছে। উৎসাহিত বিজেপি রাজ্য সভাপতির হুঙ্কার, তাঁদের লক্ষ্য এখন এক নম্বরে পৌঁছনো।
- রাজ্যে মোট জেলা পরিষদ আসন ৮২৫
- তার মধ্যে ৬২১ আসনে ভোট হয়েছে
advertisement
- জেলা পরিষদের ২০৩ আসনে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেনি
- পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৯ হাজার ২১৭
- এর মধ্যে ৬ হাজার ১৫৭টি আসনে ভোট হয়েছে
- ৩ হাজার ৫৯ আসনে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেনি
advertisement
Location :
First Published :
May 18, 2018 6:00 AM IST