TRENDING:

এবার ভাগাড়ে বসবে সিসিটিভি, নির্দেশ নবান্নের

Last Updated:

ভাগাড়ের মরা পশুর মাংস বিক্রির মত বেআইনি কারবার বন্ধ করতে রাজ্য সরকার বদ্ধ পরিকর ৷ এবার ভাগড়ের ওপর কড়া নজরদারির নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন ৷ রাজ্যের খাবারের গুণগত মান যাচাইয়ের জন্য যে ফুড ইনস্পেক্টরেরা দায়িত্বে আছেন নিয়মিত খাবারের মান যাচাই করে রিপোর্ট পাঠাতে হবে সরকারকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভাগাড়ের মরা পশুর মাংস বিক্রির কারবার বন্ধ করতে রাজ্য সরকার বদ্ধ পরিকর ৷ এবার ভাগাড়ের ওপর কড়া নজরদারির নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন ৷ রাজ্যের খাবারের গুণগত মান যাচাইয়ের জন্য যে ফুড ইনস্পেক্টরেরা দায়িত্বে আছেন নির্দেশ তাদেরকেও ৷ এবার থেকে নিয়মিত খাবারের মান যাচাই করে রিপোর্ট পাঠাতে হবে সরকারকে ৷
advertisement

আরও পড়ুন : রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে প্রাণহানিতে ক্ষতিপূরণ দেবেন আধিকারিকেরা, নির্দেশ হাইকোর্টের

নবান্নে মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ৷ ভাগাড়ের নজরদারিতে কোনও রকমের গাফিলতি না হয় সেই কারণে কর্মী সংখ্যা বাড়িয়ে উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে হবে ৷ শূণ্যপদে দ্রুত লোক নিয়োগ করতে হবে ৷ ২৪ ঘণ্টা নজরদারির জন্য সিসিটিভি বসানোর নির্দেশও দেওয়া হয়েছে ৷

advertisement

আরও পড়ুন : মহিলাদের হাতে বঁটি তুলে নেওয়ার নিদান দিলেন বিজেপি মন্ত্রী বাবুল

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

ভাগাড়ের প্রতিটি প্রান্তে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে ৷ যাঁরা দায়িত্বে থাকবেন পুলিশের সঙ্গে প্রতিনিয়তই সমন্বয় সাধন করে কাজ করতে হবে ৷ কোনও ভাবেই সরকারি কর্মীদের কাজে গাফিলতি বরদাস্ত করবেনা সরকার ৷ প্রতিটি দফতরকে একে অপরের সঙ্গে সমন্বয় সাধনের নির্দেশও দিয়েছে নবান্ন ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার ভাগাড়ে বসবে সিসিটিভি, নির্দেশ নবান্নের