আরও পড়ুন : রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে প্রাণহানিতে ক্ষতিপূরণ দেবেন আধিকারিকেরা, নির্দেশ হাইকোর্টের
নবান্নে মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ৷ ভাগাড়ের নজরদারিতে কোনও রকমের গাফিলতি না হয় সেই কারণে কর্মী সংখ্যা বাড়িয়ে উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে হবে ৷ শূণ্যপদে দ্রুত লোক নিয়োগ করতে হবে ৷ ২৪ ঘণ্টা নজরদারির জন্য সিসিটিভি বসানোর নির্দেশও দেওয়া হয়েছে ৷
advertisement
আরও পড়ুন : মহিলাদের হাতে বঁটি তুলে নেওয়ার নিদান দিলেন বিজেপি মন্ত্রী বাবুল
ভাগাড়ের প্রতিটি প্রান্তে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে ৷ যাঁরা দায়িত্বে থাকবেন পুলিশের সঙ্গে প্রতিনিয়তই সমন্বয় সাধন করে কাজ করতে হবে ৷ কোনও ভাবেই সরকারি কর্মীদের কাজে গাফিলতি বরদাস্ত করবেনা সরকার ৷ প্রতিটি দফতরকে একে অপরের সঙ্গে সমন্বয় সাধনের নির্দেশও দিয়েছে নবান্ন ৷