আরও পড়ুন: অষ্টমী পেরিয়ে আজ নবমী, উৎসব মুখর রাজ্যবাসী
আজ ঊমার বিদায় নেওয়ার পালা ৷ শুক্রবার প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব ৷ উৎসব শেষে বিষাদের সুর ৷ আর কিছুক্ষণের মধ্যে মণ্ডপে-মণ্ডপে শুরু হবে সিঁদুরখেলা, মিষ্টিমুখ ৷ চলছে শুভেচ্ছা বিনিময় ৷ এবার কৈলাসে ফিরবেন উমা। এরপর আবারও একবছরের অপেক্ষা ৷ বিশুদ্ধ পঞ্জিকামতে, দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে পৃথিবীতে এসেছেন এবার কৈলাসে ফেরার পালা।
advertisement
আরও পড়ুন: ডেবিট বা ক্রেডিট কার্ড হারালে আর ফোন করতে হবে না কাস্টোমার কেয়ারে, এইভাবে সহজেই ব্লক করুন কার্ড
দশমী মানেই মিষ্টিমুখ। বিজয়ার মিষ্টি শুভেচ্ছা। এ বছরও ছবিটা বদলায়নি। প্রতি বছরের মতো এবারও দশমীর সকালে মিষ্টির দোকানে লম্বা লাইন। মিষ্টি হাতে বাড়ি ফিরছেন কর্তারা। মিষ্টি দোকানেও চূড়ান্ত ব্যস্ততা। দশমীর জন্য তৈরি হয়েছে স্পেশাল মিষ্টি।