TRENDING:

সলমনের বিরুদ্ধে কৃষ্ণষার হরিণ শিকার মামলার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হবে ৫ এপ্রিল

Last Updated:

বলিউডের 'ভাইজান' সলমন খানের বিরুদ্ধে দায়ের হওয়া কোঙ্কনি কৃষ্ণষার হরিণ শিকার মামলার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হবে ৫ এপ্রিল। এমনটাই জানানো হল যোধপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুরাল কোর্ট-এর তরফে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#যোধপুর, রাজস্থান: বলিউডের 'ভাইজান' সলমন খানের বিরুদ্ধে দায়ের হওয়া কোঙ্কনি কৃষ্ণষার হরিণ শিকার মামলার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হবে ৫ এপ্রিল। এমনটাই জানানো হল যোধপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুরাল কোর্ট-এর তরফে।
advertisement

সলমন ছাড়াও, সেফ আলি খান, নীলম, তব্বু, সোনালী বেন্দ্রে ও দুষ্মন্ত সিং নামের এক স্থানীয় ব্যক্তির বিরুদ্ধেও ওই একই মামলায় অভিযোগ দায়ের হয়েছিল।

আরও পড়ুন-বিজয় মালিয়ার হ্যাট্রিক ! এয়ার হোস্টেস পিঙ্কি লালওয়ানির সঙ্গে বিয়ে করছেন 'দ্য ব্যাড বয়'

advertisement

আজ ছিল এই মামলার শুনানির শেষ দিন। আদালতে হাজির ছিলেন সরকার ও অভিযুক্তদের উকিল। খালি ছিলেন না সলমন খানের উকিল হস্তিমল সারস্বত।

আরও পড়ুন-'সন্দীপ অওর পিংকি ফরার'-এর শুটিং লোকেশন থেকে নিজেদের লুক পোস্ট করলেন অর্জুন,পরিনীতি

সুরজ বরজাতিয়ার ছবি, 'হাম সাথ সাথ হ্যায়'-এর শুটিং চলাকালীন সেফ, নীলম, সোনালী ও তব্বুর সঙ্গে রাজস্থানের কোঙ্কনী অঞ্চলে শিকারে যান সলমন। গুলি করেন ২টি বিরল প্রযাতির কৃষ্ণশার হরিণ। হরিণ দু'টি সঙ্গে সঙ্গেই মারা যায়।

advertisement

এই ঘটনার পর, স্থানীয় বিষ্ণোই সম্প্রদায় ব্যাপক সরব হয়ে ওঠে। স্থানীয় ওই ব্যক্তির পাশাপাশি মামলা দায়ের হয় ৫ অভিনেতার নামে।

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রীর আরাধনার মেতে উঠবে কান্দির পাল বাড়ি, চলছে ২০০ বছর ধরে! প্রস্তুতি তুঙ্গে
আরও দেখুন

আরও পড়ুন-১৯৯৮ থেকে আজ! ২১ জন মহিলার সঙ্গে প্রেম করেছেন লিওনার্ডো ডি ক্যাপ্রিও! তাঁরা কারা?

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমনের বিরুদ্ধে কৃষ্ণষার হরিণ শিকার মামলার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হবে ৫ এপ্রিল