TRENDING:

প্রয়াত অটল বিহারী বাজপেয়ী, শুক্রবার অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারের

Last Updated:

অটল বিহারীর মৃত্যুতে কাল সরকারি স্কুলে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ সরকারি অফিসেও ২টোর পর ছুটি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রয়াত অটলবিহারী বাজপেয়ী। দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার বিকেল পাঁচটা পাঁচে নয়াদিল্লির এইমসে তিনি মারা যান। বয়স হয়েছিল ৯৩ বছর। কিডনি, মূত্রনালী ও বুকে সংক্রমণ নিয়ে গত ১১ জুন থেকে টানা হাসপাতালেই ছিলেন। এইমসের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, গত ৩৬ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল। কিন্তু, সব চেষ্টাই বিফলে যায়।
advertisement

অটল বিহারীর মৃত্যুতে কাল সরকারি স্কুলে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ সরকারি অফিসেও ২টোর পর ছুটি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এদিন বাজপেয়ীর প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘বাজপেয়ীজির নেতৃত্বে আমরা কাজ করেছি ৷ বাজপেয়ী সরকার পড়ার পরেও কাজ করেছি ৷ সবাইকে নিয়ে কাজ করতেন বাজেপেয়ীজি ৷ পুরোন স্মৃতি আমার মনে পড়ছে ৷ আগেও এইমসে ভর্তি হয়েছিলেন ৷ কিন্তু জানতাম না এভাবে তিনি চলে যাবেন ৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
প্রয়াত অটল বিহারী বাজপেয়ী, শুক্রবার অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারের