বিপুল সংখ্যক পদে এখনও নিয়োগ না হওয়ায় রেলের বিভিন্ন কাজে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে ভারতীয় রেল ৷ সেই সমস্ত দিকে নজর রেখেই এমন প্রস্তাব ৷ রেলওয়ের উচ্চ পদস্থ আধিকারিকদের মতে প্রার্থী বাছাইয়ের প্রতিটি স্তরে কমিয়ে আনা হোক সময় ৷ নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা হওয়া থেকে কাজে যোগ দেওয়ার মধ্যে সময়সীমা যেন সর্বাধিক ৯ মাস রাখা হয় ৷
advertisement
জানানো হয়েছে, এই ২০ হাজার শূন্যপদের মধ্যে ২০ হাজার শূন্যপদের মধ্যে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে (RPSF) ৯ হাজার শূন্যপদে লোক নেওয়া হবে। পাশাপাশি রেলের L-1 ও L-2 ক্যাটাগরিতে ১০ হাজার কর্মী নিয়োগ করা হবে ৷
ভারতীয় রেল গোটা বিশ্বে চতুর্থ সবচেয়ে বড় রেল নেটওয়ার্ক ৷ প্রতিদিন প্রায় ১৯,০০০ ট্রেন যাতায়াত করে ৷ একের পর এক রেল দুর্ঘটনার জেরে প্রশ্ন উঠছে রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ৷ রিপোর্ট অনুযায়ী, গত তিন বছরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৫০ জনের ৷ যাত্রী নিরাপত্তায় জোর দেওয়ার কথা মাথায় রেখেই নিয়োগের সিদ্ধান্ত রেলের ৷