TRENDING:

পিছু হঠলেন ডোনাল্ড ট্রাম্প, আমেরিকায় শাটডাউন প্রত্যাহার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আমেরিকা: পিছু হঠলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় শাটডাউন প্রত্যাহার। ফাইনান্স বিলে সই করেন মার্কিন প্রেসিডেন্ট। অবশেষে মার্কিন ইতিহাসের দীর্ঘতম শাটডাউন প্রত্যাহার হল। সেনেট ও হাউস অফ রিপ্রেজেনটেটিভ--দু’জায়গাতেই সর্বসম্মতিভাবে শাটডাউন তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement

মেক্সিকো সীমান্তে প্রাচীর গড়ে তোলার জন্য কংগ্রেস অর্থ বরাদ্দ না করলেও, ট্রাম্প শুক্রবার তাঁর শাটডাউনের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন। জানালেন, সোমবার, ২৮ জানুয়ারি থেকেই পুরোদমে শুরু হবে সরকারি কাজকর্ম । তবে তা সাময়িক, আগামী তিন সপ্তাহের জন্য। তার মধ্যে কংগ্রেস ওই অর্থ বরাদ্দে সম্মতি না দিলে ফের শাটডাউন শুরুর হুমকিও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। জানিয়ে রেখেছেন, ওই অর্থ বরাদ্দের জন্য প্রয়োজনে তিনি প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। ট্রাম্পের শাটডাউন সিদ্ধান্ত প্রত্যাহারের ফলে বেতন পাওয়ার ব্যাপারে আপাতত ৮ লক্ষ মার্কিন কর্মচারীর অনিশ্চয়তার অবসান হল ।

advertisement

অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে শক্তিশালী প্রাচীর গড়ে তোলার জন্য কংগ্রেসের কাছে ৫৭০ কোটি ডলার অর্থ বরাদ্দের দাবি জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তাতে কংগ্রেসের সম্মতি পাননি, মূলত ডেমোক্র্যাট সদস্যদের তীব্র বিরোধিতায়। তার পর কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করতে, শাটডাউনের সিদ্ধান্ত ঘোষণা করে সরকারকে আধা নিষ্ক্রিয় করে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

ইতিহাসের এই দীর্ঘতম শাটডাউনের জেরে মার্কিন সরকারের ৮ লক্ষ কর্মচারী গত ৫ সপ্তাহ ধরে বেতন পাচ্ছেন না। তাঁদের মধ্যে রয়েছেন মার্কিন কোস্ট গার্ডের নাবিক, হোয়াইট হাউসের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এজেন্ট, এয়ার ট্র্যাফিক নিয়ন্ত্রণ কর্মীরাও।

advertisement

শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ঘোষিত দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ট্রাম্প তাঁর পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসেন। পরে ডেমোক্র্যাটিক পার্টির সেনেটর চাক স্কুমার বলেন, “ট্রাম্প তাঁর ভুল বুঝতে পেরেছেন।”

চাপ সৃষ্টির জন্য ট্রাম্প শাটডাউনের সিদ্ধান্ত ঘোষণার পরেও দমে যাননি হাউসের স্পিকার ন্যান্সি পেলসির নেতৃত্বাধীন ডেমোক্র্যাটরা। কারণ, তাঁদের বিশ্বাস ছিল এই বিশৃঙ্খলার জন্য ট্রাম্পকেই ভোটাররা দোষারোপ করবেন এবং আগামী নির্বাচনেই এই ঘটনার ফলাফল টের পাবেন ট্রাম্প। শেষ পর্যন্ত সেটাই হল। দাবি ছেড়ে পিছু হঠে শাটডাউন সিদ্ধান্ত সাময়িক ভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট।

advertisement

সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, মার্কিন কংগ্রেসের দু’টি কক্ষই শুক্রবার ট্রাম্পের শাটডাউন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। হোয়াইট হাউস পরে জানিয়েছে, আইনটিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

 আরও পড়ুন-এবার বিনামূল্যে পাওয়া যাবে গাঁজা !

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/
পিছু হঠলেন ডোনাল্ড ট্রাম্প, আমেরিকায় শাটডাউন প্রত্যাহার