আরও পড়ুনঐন্দ্রিলার ছোঁয়া কেমন, শেয়ার করলেন অঙ্কুশ
ছবির ট্রেলার দখে স্পষ্ট, সমাজে মেয়েদের লড়াইয়ের গল্প বলা হয়েছে ৷ কখনও তা যুবতী মিনু বা কখনও প্রৌঢ় সাবিত্রী ৷ প্রত্যেকে লড়তে হচ্ছে সমাজের নানা সমস্যার সঙ্গে ৷ ছবির প্রযোজনায় এনআইডিয়াজ ক্রিয়েশন এন্ড প্রোডাকশন প্রাইভেট লিমিটেড ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে প্রথম ছবিতে পরিচালনার দায়িত্বে অভিষেক সাহা ৷ বহুদিন তিনি যুক্ত টলিউডের সঙ্গে, ছবি সম্পাদনার কাজের মাধ্যমে ৷ আপাতত ছবির ট্রেলারে বেশ আশা জাগিয়েছেন অভিষেক ৷ এখন অপেক্ষা ছবি মুক্তির ৷
advertisement
Location :
First Published :
July 06, 2018 9:10 PM IST