TRENDING:

বোম্বে হাইকোর্ট : অবিবাহিতা সাবালিকাও বাবার কাছে ভরন পোষণ দাবি করতে পারবে

Last Updated:

বোম্বে হাইকোর্টে আজ এক ঐতিহাসিক রায় ঘোষণা করে । অবিবাহিত মেয়ের যদি ১৮ বছর বা তার বেশিও বয়স হয়ে থাকে । বাবা-মায়ের যদি বিবাহ বিচ্ছেদ হয় বা তাঁরা আলাদা থাকেন তবুও সেই ক্ষেত্রে সেই মেয়ে নিজের ভরন পোষণ বাবার থেকে দাবি করতে পারবে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বোম্বে হাইকোর্টে আজ এক ঐতিহাসিক রায় ঘোষণা করে । অবিবাহিত মেয়ের যদি ১৮ বছর বা তার বেশিও বয়স হয়ে থাকে । বাবা-মায়ের যদি বিবাহ বিচ্ছেদ হয় বা তাঁরা আলাদা থাকেন তবুও সেই ক্ষেত্রে সেই মেয়ে নিজের ভরন পোষণ বাবার থেকে দাবি করতে পারবে । শনিবার এমনই এক নজিরবিহীন রায় ঘোষণা করে বিচারক ভারতী ডেঙরের ডিভিশন বেঞ্চ ।
advertisement

আরও পড়ুন : পঞ্চায়েত মনোনয়নে অশান্তির জের বারুইপুরে গুলিবিদ্ধ সিপিএম নেতা

মুম্বইবাসী এক মহিলার দায়ের করা মামলার শুনানি ছিল । পারিবারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন তার স্বামীর কাছে । এখন পারিবারিক সূত্রে কোনও ভাবেই তাঁর স্বামী যুক্ত নয় । আলাদা হয়ে যাওয়া ঐ  দম্পতির তিন সন্তান । দুই ছেলে ও এক মেয়ে । মেয়ের বয়স ১৯ বছর ।

advertisement

আরও পড়ুন : অন্যায় প্রতিরোধের পাশাপাশি মানুষও গড়বে কলকাতা পুলিশ

দম্পতির বিয়ে হয় ১৯৮৮ তাঁরা আলাদা হন ১৯৯৭ এ । যতদিন তাঁদের সন্তানরা নাবালক ছিল ততদিন তাদের বাবা - মা ও ৩ সন্তানের ভরন পোষণের দায়িত্ব নেয় । কিন্তু মেয়ের ১৮ বছর সম্পূর্ণ হতেই মেয়ের ভরন পোষণের দ্বায়িত্ব নিতে অস্বীকার করে ।

advertisement

হাইকোর্টে এক হলফনামায় মহিলা দাবি করেন । যদিও আজ তাঁর কন্যা সাবালিকা সে তার উচ্চশিক্ষার খরচ চালানোর জন্য মায়ের ওপর নির্ভরশীল ।

মহিলা আরও জানান তাঁর দুই পুত্র এখনও পারিবারিক খরচ বহন করার জন্য প্রস্তুত নয় । একজন তার এডুকেশনাল লোনের টাকা শোধ করছে আর একজন এখনও কোন চাকরি পায়নি ।

advertisement

বর্তমানে ঐ মহিলা তাঁর স্বামীর থেকে ভরন পোষণ বাবদ ২৫ হাজার টাকা পাচ্ছেন তিনি আরও অতিরিক্ত ১৫ হাজার টাকা দাবি করেন ।

পারিবারিক আদালত বিষয়টিতে অনুমোদন না দিয়ে বলেছে ভারতীয় দণ্ডবিধির ১২৫ (১) বি কোড ক্রাইম প্রসিডিওর ধারা অনুযায়ী । ভরন পোষণ কেবলমাত্র নাবালক সন্তানের ক্ষেত্রেই দেওয়া হয় । বিচারক ডেঙরি জানান সংবিধানে আছে  প্রাপ্ত বয়স্ক সন্তান ভরন পোষণের আওতায় আসেনা যদি সে শারীরিক বা মানসিক প্রতিবন্ধি না হয় ।

advertisement

আরও পড়ুন লখনউ : মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আত্মহত্যার চেষ্টা এক মহিলার

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কিন্তু অতীতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায় অনুযায়ী বলা যেতে পারে যদি সাবালক মেয়ে নিজের ভরন পোষণ নিজেই না করতে পারে সে ক্ষেত্রে ভরন পোষণের দাবি তার জানাতেই পারে । সে ক্ষেত্রে তার সে যদি প্রতিবন্ধি না ও হয় তাকে বঞ্চিত করা যাবেনা । এই মর্মে বোম্বে হাইকোর্ট নির্দেশ দেয় পারিবারিক আদালতকে মহিলার দাবি মেনে নিয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে  ।

বাংলা খবর/ খবর/দেশ/
বোম্বে হাইকোর্ট : অবিবাহিতা সাবালিকাও বাবার কাছে ভরন পোষণ দাবি করতে পারবে