সেই মাধুরীর জাদুতে এক সময় কাবু ছিল পাকিস্তানও ৷ বহুবার পাকিস্তানি সিনেমায় অভিনয়ের জন্য ডাকও পেয়েছিলেন মাধুরী ৷ তবে বলিউডের রানি হয়েই কেরিয়ারকে জমাতে চেয়েছিলেন সুন্দরী দীক্ষিত ৷
গুঞ্জনে এসেছিল, কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে চলা রাজনৈতিক কুস্তিতে চুপিসারে ঢুকে পড়েছিলেন মাধুরী ৷ এমনকী, একসময় নাকি পাকিস্তানে স্লোগান উঠেছিল ‘মাধুরী পাকিস্তানকে দিয়ে দাও, আমরা কাশ্মীর দিয়ে দেব !’
advertisement
মাধুরীকে নিয়ে এরকমই বহু গুঞ্জন ছড়িয়ে রয়েছে বলিউডে ৷ কখনও তাঁর সঙ্গে সঞ্জয় দত্ত ও অনিল কাপুরের নাম জড়িয়ে, তো কখনও ২২ লাখের ঘাগড়া পড়ে দেবদাস ছবির গানে নেচে তাক লাগিয়ে দেওয়া ৷
Location :
First Published :
May 15, 2018 1:40 PM IST