TRENDING:

মাধুরীকে নিজেদের করে নিতে চেয়েছিল পাকিস্তান !

Last Updated:

তিনি বলিউডের ধকধক গার্ল ৷ আট থেকে আশি তাঁর এক হাসিতেই কাবু ৷ তিনি মাধুর্য, তিনিই গজগামিনী !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তিনি বলিউডের ধকধক গার্ল ৷ আট থেকে আশি তাঁর এক হাসিতেই কাবু ৷ তিনি মাধুর্য, তিনিই গজগামিনী ! বলিউডের এক সময়ের হার্টথ্রব মাধুরী দীক্ষিতের আজ জন্মদিন ৷ ৫১ বছরে পা দিলেন সুন্দরী মাধুরী ৷ এক সময় গোটা দুনিয়ার কাছে মাধুরীই ছিলেন বলিউডের পরিচয় ৷ মাধুরী ম্যাজিকেই আচ্ছন্ন ছিল গোটা দেশ ৷
advertisement

সেই মাধুরীর জাদুতে এক সময় কাবু ছিল পাকিস্তানও ৷ বহুবার পাকিস্তানি সিনেমায় অভিনয়ের জন্য ডাকও পেয়েছিলেন মাধুরী ৷ তবে বলিউডের রানি হয়েই কেরিয়ারকে জমাতে চেয়েছিলেন সুন্দরী দীক্ষিত ৷

গুঞ্জনে এসেছিল, কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে চলা রাজনৈতিক কুস্তিতে চুপিসারে ঢুকে পড়েছিলেন মাধুরী ৷ এমনকী, একসময় নাকি পাকিস্তানে স্লোগান উঠেছিল ‘মাধুরী পাকিস্তানকে দিয়ে দাও, আমরা কাশ্মীর দিয়ে দেব !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

মাধুরীকে নিয়ে এরকমই বহু গুঞ্জন ছড়িয়ে রয়েছে বলিউডে ৷ কখনও তাঁর সঙ্গে সঞ্জয় দত্ত ও অনিল কাপুরের নাম জড়িয়ে, তো কখনও ২২ লাখের ঘাগড়া পড়ে দেবদাস ছবির গানে নেচে তাক লাগিয়ে দেওয়া ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
মাধুরীকে নিজেদের করে নিতে চেয়েছিল পাকিস্তান !