শুধু সম্পত্তির দরাদরিই নয়, বিজয় মালিয়া জানান, বন্ধ হেয় যাওয়া কিংফিশার এয়ারলায়েন্সের কর্মাচারীদের বকেয়া পারিশ্রমিক তিনি ফিরিয়ে দেবেন ৩.০৩ হারে সুদ দিয়ে ! অন্যদিকে ব্যাঙ্কের তরফ থেকে বলা হয়েছে, মালিয়ার সঙ্গে আলোচনায় যেতে প্রস্তুত, যদি মালিয়া ব্যাঙ্ক থেকে নেওয়া সমস্ত টাকা ফেরত দিতে রাজি হন ৷ শুধু তাই নয়, সুদের ব্যাপারেও সম্মত হতে হবে মালিয়াকে ৷
advertisement
Location :
First Published :
March 21, 2016 6:56 PM IST