TRENDING:

বকেয়া টাকা মেটাতে সম্পত্তি বিক্রির পথে বিজয় মালিয়া !

Last Updated:

শেষমেশ বুঝলেন কিং ফিংশার কিং বিজয় মালিয়া ৷ বুঝলেন আর ঘোরপ্যাঁচ কথা নয়, আর ভনিতা নয় ৷ এবার ব্যাঙ্কের বকেয়া টাকা ফেরানোর ব্যবস্থা করতে হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শেষমেশ বুঝলেন কিং ফিংশার কিং বিজয় মালিয়া ৷ বুঝলেন আর ঘোরপ্যাঁচ কথা নয়, আর ভনিতা নয় ৷ এবার ব্যাঙ্কের বকেয়া টাকা ফেরানোর ব্যবস্থা করতে হবে ৷ আর যেমন বোঝা তেমনি কাজ ৷ নিজের সম্পত্তির দর-দাম ঠিক করতে বিজয় মালিয়া কাজে লাগালেন কনসালটেন্সি ফার্মের বিশেষজ্ঞদের ৷ মালিয়া জানিয়েছেন, বিশেষজ্ঞরা আমার সব সম্পত্তিকে রিভিউ করে দেখবে ৷ তাঁদের পর্যালোচনাকে সঙ্গে নিয়েই ব্যাঙ্কগুলির সঙ্গে কথাবার্তা শুরু হবে ৷
advertisement

শুধু সম্পত্তির দরাদরিই নয়, বিজয় মালিয়া জানান, বন্ধ হেয় যাওয়া কিংফিশার এয়ারলায়েন্সের কর্মাচারীদের বকেয়া পারিশ্রমিক তিনি ফিরিয়ে দেবেন ৩.০৩ হারে সুদ দিয়ে ! অন্যদিকে ব্যাঙ্কের তরফ থেকে বলা হয়েছে, মালিয়ার সঙ্গে আলোচনায় যেতে প্রস্তুত, যদি মালিয়া ব্যাঙ্ক থেকে নেওয়া সমস্ত টাকা ফেরত দিতে রাজি হন ৷ শুধু তাই নয়, সুদের ব্যাপারেও সম্মত হতে হবে মালিয়াকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/Uncategorized/
বকেয়া টাকা মেটাতে সম্পত্তি বিক্রির পথে বিজয় মালিয়া !