TRENDING:

তাপসের হেফাজত চেয়ে আর্জি জানাবে সিআইডি

Last Updated:

ডায়মন্ডহারবারে ছাত্র খুনে মূল অভিযুক্ত তাপস মল্লিককে রবিবার ভবানী ভবনে আনা হতে পারে। জেলা পুলিশ শনিবার কেস ডায়েরি তুলে দিয়েছে সিআইডির হাতে। কিন্তু, সিআইডি এখনও মূল অভিযুক্ত-সহ ৬ জনকে নিজেদের হাতে পায়নি। তাপসকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য ডায়মন্ডহারবার আদালতে আর্জি জানাবে সিআইডি। অনুমতি পেলে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে জেরার জন্য আনা হবে ভবানী ভবনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দক্ষিণ ২৪ পরগণা: ডায়মন্ডহারবারে ছাত্র খুনে মূল অভিযুক্ত তাপস মল্লিককে রবিবার ভবানী ভবনে আনা হতে পারে। জেলা পুলিশ শনিবার কেস ডায়েরি তুলে দিয়েছে সিআইডির হাতে। কিন্তু, সিআইডি এখনও মূল অভিযুক্ত-সহ ৬ জনকে নিজেদের হাতে পায়নি। তাপসকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য ডায়মন্ডহারবার আদালতে আর্জি জানাবে সিআইডি। অনুমতি পেলে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে জেরার জন্য আনা হবে ভবানী ভবনে।
advertisement

শনিবার সিআইডি টিম ডায়মন্ড হারবারের বাহাদুরপুরে যান ৷ ঘুরে দেখেন ঘটনাস্থল ৷ সিআইডি আধিকারিকরা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেন ৷ কথা বলেন কৌশিক পুরকায়েতের মাসি ও গ্রামবাসীদের সঙ্গে ৷ পরে ডায়মন্ডহারবার থানায় যান CID প্রতিনিধি দল ৷

বাংলা খবর/ খবর/Uncategorized/
তাপসের হেফাজত চেয়ে আর্জি জানাবে সিআইডি