প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভোর ৩.৪৫ নাগাদ মন্দিরে প্রবেশ করেন বিন্দু ও কনকদুর্গা নামক দুই মহিলা । দুজনের বয়সই ৫০ এর কম। মন্দিরে ঢুকে গর্ভগৃহে পুজোও দিয়েছেন বলে দাবি। মন্দিরে ঢোকার ডিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন দুজনে। ভিডিওতে মহিলাদের সঙ্গে দেখা গিয়েছে বেশ কয়েকজন পুলিশকর্মীকেও।
advertisement
যদিও, আয়াপ্পা ধর্ম সেনা নেতা রাহুল এশওয়ার জানিয়েছেন ওই দুই মহিলার দাবি সম্ভবত সত্যি নয় । ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হবে, জানিয়েছেন এশওয়ার ।
প্রসঙ্গত, ১০-৫০ বছর বয়সী মহিলাদের শবরীমালা মন্দিরে প্রবেশের উপর কঠোর নিষেধাজ্ঞা ছিল। সুপ্রিম কোর্টের রায়ের পরেও কেরল জুড়ে একাধিকবার প্রতিবাদে সামিল হয়েছিলেন যাজকরা। কংগ্রেস চালিত ইউডিএফ ও বিজেপিও যাজকদের সমর্থন জানিয়েছে।
advertisement
Location :
First Published :
January 02, 2019 9:41 AM IST