TRENDING:

ব্যয় কমাতে সবার আগে কোপ নবান্নের মেনুতে, তালিকা থেকে বাদ লোভনীয় সব পদ

Last Updated:

ব্যয় কমাতে সবার আগে কোপ নবান্নের মেনুতে, বাদ পড়ল লোভনীয় সব পদ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কোষাগারে টান সামলাতে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সরকারের ব্যয় কমানোর পরিকল্পনার জন্য বৃহস্পতিবার নবান্নে সভাঘরে বৈঠক ডাকেন তিনি ৷ বৈঠকের অ্যাজেন্ডা অনুযায়ী প্রথমেই কোপ পড়েছে বৈঠকের মধ্যাহ্নভোজের মেনুতে ৷
advertisement

ব‍্যয় সংকোচনের নির্দেশিকা অনুযায়ী প্রথমেই সংকুচিত হয়েছে আমিষ পদের তালিকা ৷ মাংসের বদলে মধ্যাহ্নভোজের মেনুতে একমাত্র আমিষ পদ হিসেবে ছিল পোনা মাছ ৷ শুধু আমিষের পদেই কোপ নয়, কমেছে খাবারের পদের সংখ্যাও ৷ ভাত ছাড়া অন্যান্য পদের মধ্যে ছিল শুক্তো, পনির, ডাল, আলুভাজা, আলু পটলের তরকারি, চাটনি ও পাঁপড়। প্রায় ৪৭৫ জনের জন্য ব‍্যুফেতে খাওয়ার ব‍্যবস্থা করা হয় । এছাড়াও ১০০০ টি প‍্যাকেটের ব‍্যবস্থা রাখা হয়েছিল ।

advertisement

আরও পড়ুন 

কী ধরনের অন্তর্বাস পরবেন ছাত্রীরা, নির্দেশিকা জারি করে জানাল এই স্কুল

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

ইতিমধ্যেই অপব্যয় বা অতিরিক্ত ব্যয় কমাতে ১৫ দফা নির্দেশিকা জারি করেছে নবান্ন ৷ সরকারি অনুষ্ঠানে কমানো হোক বাহুল্য, সরকারি দফতরের খরচে রাশ টানতে নির্দেশ খোদ মুখ্যমন্ত্রীর ৷ সরকারি দফতর ও পুরসভা-পঞ্চায়েতকেও নির্দেশ দেওয়া হয়েছে ৷ নবান্ন সভাঘরে এদিনের বৈঠকে সব দফতরের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ব্যয় কমাতে সবার আগে কোপ নবান্নের মেনুতে, তালিকা থেকে বাদ লোভনীয় সব পদ