আরও পড়ুন: সেঞ্চুরির দিকে এগোচ্ছে পেট্রোল, ভারত বনধের পরের দিন পেট্রোলের দাম পৌঁছল ৯০ টাকায়
২০১৪ সালে দেশ জুড়ে প্রচারে ঝড় তুলে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদি। তাঁর অন্যতম অস্ত্র ছিল সোশ্যাল মিডিয়া। ২০১৯ এর আগেও তারা তেড়েফুঁড়ে মোদির হয়ে ময়দানে। সোশ্যাল মিডিয়ার লড়াইয়ে এবার কোমর বেঁধে নামছে তৃণমূলও। সোমবার নজরুল মঞ্চে দলের সোশ্যাল মিডিয়া সেলের সমাবেশে তৃণমূলনেত্রী বার্তা দেন, সোশ্যাল মিডিয়া সেলের কর্মীরা ফেক নিউজের জবাব দেবেন ৷ প্রয়োজনে পুলিশকে জানাবেন ৷ তৃণমূল শীর্ষ নেতৃত্ব চায়, প্রয়োজনে বিজেপির সাইটে ঢুকে তথ্য-পরিসংখ্যান তুলে ধরে জবাব দেবে দলের সোশ্যাল মিডিয়া সেল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, জবাব দিতে হবে হিন্দিতে।
advertisement
আরও পড়ুন: 'আবার বসতে চাই', হঠাত্ ট্রাম্পকে চিঠি কিমের!
সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তৃণমূল চাইছে নবীন প্রজন্মের কাছে পৌঁছতে। দলের সদস্য সংখ্যা বাড়াতে। এদিনের সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, প্রতিটি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ১০০ জন করে সদস্য কাজ করবেন। তাঁদের প্রত্যেকের টার্গেট থাকবে, প্রতি মাসে দলে নতুন তিনজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা ৷
আরও পড়ুন: স্টেট ব্যাঙ্ক নিয়ে এল বড়সড় বদল ! পাল্টে যাচ্ছে টাকা লেনদেনের নিয়ম
এর পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় ইস্যু ধরে ধরে চলবে বিজেপি শিবিরকে আক্রমণ। সামনে লোকসভা ভোট। মোদি সরকারকে উৎখাত করতে মরিয়া তৃণমূল। দু'দলের হাড্ডাহাড্ডি লড়াই এবার সোশাল মিডিয়াতেও।