TRENDING:

কাস্টিং কাউচ থেকে পালিয়ে বেঁচেছিলেন টিসকা চোপড়া ! কীভাবে?

Last Updated:

কাস্টিং কাউচ ব্যাপারটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন নয় ৷ বহু দিন আগে থেকেই নানা হিরোইন,

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কাস্টিং কাউচ ব্যাপারটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন নয় ৷ বহু দিন আগে থেকেই নানা হিরোইন, এমনকী হিরোরাও মুখে পড়েছেন কাস্টিং কাউচে ৷ কেউ কেউ পড়ে মুখ খুলেছেন, কেউ চুপ করে গিয়েছেন বদনাম হওয়ার ভয় থেকে ৷ কল্কি কোয়েচলিন, রণবীর সিং, কঙ্গনা রানাওয়াত, প্রিয়াঙ্কা চোপড়া নামের তালিকা বেশ বড় !
advertisement

এবার এই কাস্টিং কাউচ নিয়েই মুখ খুললেন অভিনেত্রী টিসকা চোপড়া ৷ সম্প্রতি এক অনুষ্ঠানে টিসকা জানালেন, ঠিক কীভাবে এক জনপ্রিয় পরিচালকের হাত থেকে বেঁচেছেন তিনি !

টিসকার কথায়, ‘আউটডোর শ্যুটিং চলছিল ৷ আমরা সবাই ব্যস্ত ছিলাম ছবির শ্যুটিংয়ে ৷ আমি নজর করেছিলাম পরিচালকের আমার ওপর নজর রয়েছে ৷ বুঝেছিলাম, উনি ঠিক আমার থেকে কী চাইছিলেন ৷ আমার সন্দেহ শেষমেশ মিটল ষ শ্যুটিংয়ের পর পরিচালক আমাকে বলল, রাতের বেলা আমার ঘরে এস ৷ ডিনার করতে করতে চিত্রনাট্য নিয়ে কথা হবে ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

টিসকা জানালেন, ‘আমি তখনই প্ল্যান করে ফেললাম ঠিক কী করা উচিত ৷ আমি একটা বড় ফুলের তোড়া কিনে, চকোলেট কিনে সোজা হাজির হলাম পরিচালকের রুমে ৷ ততক্ষণে আমি আমার রুমের সমস্ত ফোন কল গুলো পরিচালকের ঘরে ট্র্যান্সফর করে নিয়েছি ৷ ঠিক ওই সময়ই পরিচালকের ছেলে ফোন করে ৷ আর আমি তাঁকে জানাই, আমি পরিচালকের ঘরে আছি ৷ চিত্রনাট্য নিয়ে কথা হচ্ছে ! ব্যস, তারপরেই ব্যাপারটা খতম ! ছবি মুক্তি পায়৷ পরিচালক আমাকে আর কখনও বিরক্ত করেনি !’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
কাস্টিং কাউচ থেকে পালিয়ে বেঁচেছিলেন টিসকা চোপড়া ! কীভাবে?