TRENDING:

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আজ রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার ৷ আবাহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারতে হতে পারে প্রবল ঝড় ৷ সঙ্গে আসতে পারে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি ৷ উত্তরাখণ্ড, জম্মু–কাশ্মীর এবং হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে।
advertisement

একই সঙ্গে আগামী দু’‌দিন রাজস্থানে ফের ধুলোর ঝড় হওয়ার সম্ভাবনা আছে। গতকাল শনিবার এই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। আবহাওয়া দফতর জানিয়েছে, ভূমধ্য সাগরের উপর অবস্থিত নতুন পশ্চিমী ঝঞ্ঝার কারণেই হিমালয়ের কোলে অবস্থিত রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

তার জেরে উত্তর ভারতের অন্যান্য রাজ্যেও ঝড়বৃষ্টি হবে। ঘণ্টায় প্রায় ৫০–৭০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে উত্তর প্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, অসম, সহ উত্তরপূর্ব রাজ্যগুলি ছাড়া উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ুতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে ঝড়বৃষ্টি হলেও রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে তাপপ্রবাহও চলবে বলে জানিয়েছে মৌসম ভবন। ‌‌

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টির পূর্বাভাস