সু্প্রিম কোর্টের এই রায়ে নিয়ে খুশি বলিউডের তারকারাও ৷ সুপ্রিম রায়ের ঘোষণা হতেই ট্যুইটারে একে একে শুভেচ্ছা জানালেন, করণ জোহর, সোনম কাপুর, বরুণ ধাওয়ান, আয়ূষ্মান খুরানা, অর্জুন কাপুর, স্বরা ভাস্কর, নিম্রত কৌর ও চেতন ভগতেরা ৷
ট্যুইট করে করণ জোহর লিখলেন, ‘ঐতিহাসিক সিদ্ধান্ত ৷ গর্বিত আমি ৷ মানবতা নতুন অর্থ পেল ৷ সাম্য এল ফিরে ৷ দেশ পেল নতুন অক্সিজেন !’
advertisement
ট্যুইট করে সোনম কাপুর লিখলেন, ‘এই হল আসল ভারত ৷ এই ভারতেই আমি থাকতে চাই৷ যেখানে ঘৃণা নেই, অসহিষ্ণুতা নেই ৷ এই ভারতকেই আমি ভালোবাসি !’
বরুণ ধাওয়ান লিখলেন, ‘১৮৬০ আইনের অবসান ঘটল ৷ গোটা দেশের জন্য আজ গর্বের দিন৷ বিদায় ৩৭৭ ’
আয়ূস্মান খুরানা লিখলেন, ‘এই রায় দেশের জন্য নতুন আলোর মতো ৷ ভালবাসা রইল সবার জন্য ৷’
অর্জুন কাপুরের কথায়, ‘হাওয়ায় উড়ে গেল ৩৭৭ ৷ আইনের ওপর বিশ্বাস জন্মাল এই প্রজন্মের৷’
স্বরা ভাস্কর ট্যুইট করে লিখলেন, ‘ধন্যবাদ শীর্ষ আদালত ৷ এই রায় ভারতে সবার থাকার যোগ্য করে তুলল !’
নিমরত কৌর ট্যুইটে লিখলেন, ‘শুভ জন্মদিন ২০১৮ ৷ সমান ভালবাসা, সমান বসবাস ৷ ’
চেতন ভগতের কথায়, ‘এই দিন ভারতের জন্য উজ্জ্বল দিন ৷ ফের প্রমাণ করল ভারত, যে বৈচিত্রের মধ্যেই রয়েছে ঐক্য !’