TRENDING:

ঐশ্বর্যের পোশাকের ওপর শুয়ে পড়ল আরাধ্যা ! তারপর...

Last Updated:

বিনোদন জগতে শোরগোল ৷ কারণ, সুদূর ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বলিউডি চমক দিতে হাজির কঙ্গনা, দীপিকা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিনোদন জগতে শোরগোল ৷ কারণ, সুদূর ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বলিউডি চমক দিতে হাজির কঙ্গনা, দীপিকা ৷ অন্যদিকে, নিজের হানিমুন ক্যানসেল করে কানে পৌঁছেছেন সোনম কাপুর ৷ আর প্রতিবারের মতো ঐশ্বর্যরাও রয়েছেন কান চলচ্চিত্র উৎসবে ৷ সঙ্গে অবশ্যই তাঁর ছোট্ট মেয়ে আরাধ্যা ৷
advertisement

আরও পড়ুন 

এনগেজমেন্ট থেকে রিসেপশন, শুভশ্রীর ফ্যাশন জুড়ে শুধুই অনুষ্কা!

কথায় আছে না, মায়ের মতোই মেয়ে ৷ আর সেটারই দেখা মিলল কান চলচ্চিত্র উৎসবে৷ গপ্পোটা হল, নীল রঙের ময়ূরী পেখমের আদলে পোশাক পরেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন ৷ রেড কার্পেটে ছড়িয়ে ছিল সেই পোশাকের একাংশ ৷ দুনিয়ার কাছে নজর তো কাড়লেন তিনি ৷ তবে সেই পোশাককে নিয়ে আরাধ্যা যা করলেন, তাই উঠে এল খবরে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

সুযোগ পেয়েই মায়ের পোশাকের ওপর শুয়ে পড়ল আরাধ্যা ৷ গালে হাত দিয়ে শুয়ে সেই ছবি শেয়ারও হল ইনস্টাগ্রামে ৷ লাল গাউনে, ছোট্ট আরাধ্যার স্টাইল স্টেটমেন্ট কিন্তু জানান দিচ্ছে, তিনি এখনই স্টার হওয়ার জন্য একেবারে তৈরি ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ঐশ্বর্যের পোশাকের ওপর শুয়ে পড়ল আরাধ্যা ! তারপর...