আরও পড়ুন : #Breaking: এবার পুজোয় কন্ট্রোলরুম প্রশাসনের, বিপদে পড়লে মিলবে সাহায্য, ঘোষণা নবান্নের
আজ পর্যন্ত সেই নিষেধাজ্ঞা জারি ছিল ৷ আজ সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি রায়ে জানানো হয়েছে এই মামলা আদালত গ্রাহ্য নয় ৷ মূলত রাজ্যের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে ৷ মূলত পুজোর নিরাপত্তার জন্যই পুজো কমিটিগুলিকে এক কালীন ১০,০০০ টাকা দেওয়া রাজ্যের সিদ্ধান্তের প্রেক্ষিতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল ৷
advertisement
ফলে সেই মামলায় আজ আদালতে বড় জয় পেয়েছে রাজ্য ৷ সামনেই উৎসবের সরশুম তার আগেই প্রসাশনকে বাড়তি সুখবর শুনিয়ে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রশাসনিক সিদ্ধান্তে আদালতের কিছু বলার নেই , আদালত কিছু বলতে চায়না ৷
Location :
First Published :
October 10, 2018 12:08 PM IST