TRENDING:

ফিরে এল নোটবন্দির আতঙ্ক, PoS থেকে ২০০০ টাকা পর্যন্ত তোলা যাবে, জানাল SBI

Last Updated:

বৃহস্পতিবার নগদ সংকট মোকাবিলায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পদক্ষেপ, শহরতলির গ্রাহকেরা এখন থেকে দিনে ২ হাজার টাকা পর্যন্ত মেশিন থেকে তুলতে পারবেন, এর জন্য কোনও অতিরিক্ত শুল্ক দিতে হবেনা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বৃহস্পতিবার নগদ সংকট মোকাবিলায় নয়া পদক্ষেপ নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ ব্যাঙ্কের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়,   শহরতলির গ্রাহকেরা এখন থেকে দিনে ২ হাজার টাকা পর্যন্ত Pos মেশিন থেকে তুলতে পারবেন ৷  তবে এর জন্য কোনও অতিরিক্ত শুল্ক দিতে হবেনা ৷
advertisement

আরও পড়ুন :  ছাপা বন্ধ হয়ে যাচ্ছে ২০০ ও ৫০০ টাকার নোট

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, টিয়ার ১ এবং ২ টি শহরে রিটেল আউলেটের মেশিনগুলি থেকে দিনে একটি কার্ডে শুধু ১০০০ টাকা এবং ছোট শহরগুলির জন্য প্রতিদিন ২০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন এর জন্য কোনও অতিরিক্ত শুল্ক লাগবে না ৷ এই পদক্ষেপের পিছনে ব্যাঙ্ক কর্তৃপক্ষের যুক্তি, এখনও পর্যন্ত পিএসওএস মেশিনে নগদ ৪.৭৮ লক্ষ টাকা  জমা আছে ।

advertisement

এসবিআই ও অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকেরাও কোনও শুল্ক ছাড়াই ডেবিট কার্ডের সাহায্যে টিয়ার ৩ এবং টিয়ার ৬ মেশিন থেকে দিনে  সর্বাধিক  ১০০০ হাজার টাকা তুলতে পারবেন  ৷ একইভাবে টিয়ার ১ এবং টিয়ার ৩ মেশিনে দিনে সর্বাধিক মূল্য ১০০০ টাকা তুলতে পারবে, এ ক্ষেত্রে গ্রাহকদের অতিরিক্ত মাশুল গুনতে হবে না ৷ বৃহস্পতিবার ট্যুইট করে এই কথা জানিয়েছে এসবিআই কর্তৃপক্ষ  ৷

advertisement

আরও পড়ুন : নোট ভোগান্তি চলবে আরও ৭ দিন !

বর্তমানে এসবিআইয়ের ৬.০৮ লক্ষ মেশিনে ৪.৭৮ লক্ষ টাকা নগদ জমা আছে ৷ এসবিআই সহ অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকরা এই টাকা তুলতে পারবেন ৷ বিশেষত অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহারে এটিএমে নগদ সমস্যার জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে ৷

advertisement

বৃহস্পতিবার এসবিআই চেয়ারম্যান সাংবাদিক সম্মেলনে জানান, অর্থসংকট আগামীকালের মধ্যেই মিটে যাবে যে যে এলাকায় নগদ সমস্যা চলছে সেখানে সেখানে পর্যাপ্ত টাকা পাঠানো হবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

কিছু কিছু জায়গায় নগদ সঙ্কট দেখা দিলেও সার্বিক ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ৷ তেলেঙ্গানা ও বিহারে যেটুকু নোট সমস্যা আছে তাও কালকের মধ্যে মিটে যাবে বলে মনে করা হচ্ছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ফিরে এল নোটবন্দির আতঙ্ক, PoS থেকে ২০০০ টাকা পর্যন্ত তোলা যাবে, জানাল SBI