পরমাণুর সাফল্যে উৎসাহিত হয়ে আগামী ছবিরও পোস্টার লঞ্চ করেছেন প্রযোজক জন আব্রাহাম ৷ সঙ্গে সঙ্গেই তাঁর ট্যুইটার হ্যান্ডেলে ঘোষণা করেছেন সত্যমেব জয়তের মু্ক্তির কথা ঘোষণা করেছেন ৷ আগামী স্বাধীনতা দিবসে মুক্তি পাবে এই ছবি ৷
advertisement
ছবির প্রথম লুকেই বড় বাইসেপের সঙ্গে দেখা গিয়েছে জনকে ৷ তাঁর পিছনে আগুনের প্রচ্ছদ আসলে বারবার প্রমাণ করেছে জাতীয়তাবাদের ৷ এই ছবি পাঞ্চ লাইন বেইমান পিটেগা, কোরাপশন মিটেগা ৷ মূলত দুর্নীতির বিরুদ্ধেই বার্তা দেওয়া হয়েছে ৷ ১৫ অগাস্ট অক্ষয় কুমারের গোল্ড ও মুক্তি পাবে ৷ তাই জোর টক্কর দেখা যাবে বলেই মনে করা হচ্ছে ৷
advertisement
Location :
First Published :
June 22, 2018 7:54 PM IST