TRENDING:

নতুন গেমিং স্মার্টফোন আনলো শাওমি, জেনে নিন ফিচার

Last Updated:

শাওমি একটি গেমিং স্মার্টফোন তৈরি করতে চলেছে, এই খবরে উত্তেজিত ছিল টেক স্যাভি মানুষজন ৷ অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে গতকাল শুক্রবার চিনে শাওমির স্মার্টফোন লঞ্চ হল ৷ নাম ‘ব্ল্যাক শার্ক’ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শাওমি একটি গেমিং স্মার্টফোন তৈরি করতে চলেছে, এই খবরে উত্তেজিত ছিল টেক স্যাভি মানুষজন ৷ অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে গতকাল শুক্রবার চিনে শাওমির স্মার্টফোন লঞ্চ হল ৷ নাম ‘ব্ল্যাক শার্ক’ ৷ শাওমির দাবি, যে সমস্ত মানুষের গেমিং পছন্দের ৷ এই স্মার্টফোনটি তাঁদেরই জন্য ৷ সবুজ এবং কালো রং ব্যবহার করে এই ফোনটির ডিজাইনের সাথেও রেজর ফোনের ডিজাইনের মিল রেখেছে শাওমি।
advertisement

কী কী থাকছে এই ফোনে?

এই স্মার্টফোনটিতে থাকছে কোয়ালকমের লেটেস্ট এবং সব থেকে পাওয়ারফুল প্রোসেসর, স্ন্যাপড্রাগন ৮৪৫।

সঙ্গে থাকবে ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ।

তবে এই ফোনটির আরেকটি ভার্সনও বাজারে আনবে শাওমি ৷ যেটিতে থাকবে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এই ফোনটি মূলত একটি গেমিং ফোকাসড স্মার্টফোন হবে। অর্থাৎ, ফোনটিতে যাতে সব ধরনের গেম ভালোভাবে যাতে খেলা সম্ভব হয়, এটাই হবে এই স্মার্টফোনটির মূল লক্ষ্য। এ ছাড়া এই স্মার্টফোনটিতে থাকবে লিকুইড কুলিং সিস্টেমও যেটি গেম খেলার সময় ফোনটিকে ঠাণ্ডা রাখতে সাহায্য করবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

এই ফোনটি বর্তমানে শুধুমাত্র চিনেই পাওয়া যাবে। এই ফোনটির দাম ধরা হয়েছে প্রায় ৪৮০ ইউএস ডলারের মতো (৬+৬৪ ভার্সন) যা ভারতীয় টাকায় প্রায় ৩১ হাজার টাকার কাছাকাছি। আশা করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে এই ফোনটি ভারতের বাজারে মুক্তি পেতে চলেছে ৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
নতুন গেমিং স্মার্টফোন আনলো শাওমি, জেনে নিন ফিচার