সিডিআর মামলার তদন্তকারী অফিসার, সিনিয়র ইন্সপেক্টর নিতিন ঠাকরে জানান, স্টেটমেন্টে উদিতা গোস্বামী জানিয়েছেন, আইনজীবী রিজওয়ান সিদ্দিক্কি বেআইনিভাবে পরিচালক ও তাঁর স্বামী মোহিত সুরির কল রেকর্ডস বের করে তাঁকে দেন, যাতে সে মোহিতের বিরুদ্ধে কড়া মামলা সাজাতে পারে।
ডেপুটি কমিশনার অফ পুলিশ (ক্রাইম), অভিষেক ত্রিমুখের ভাষায় '' উদিতা গোস্বামীর স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। তদন্ত জারি রয়েছে।''
advertisement
প্রযোজক আয়েশা শ্রফের বিরুদ্ধেও নোটিশ জারি করেছে থানে ক্রাইম ব্রাঞ্চ । রেকর্ড করা হয়েছে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি ও স্ত্রী আলিয়া সিদ্দিকির স্টেটমেন্টও ।
এ'বছর জানু্য়ারি মাসে এই স্ক্যাম সামনে আসার পর থেকে এখন পর্যন্ত ১২জনকে গ্রেফতার করেছে থানে ক্রাইম ব্রাঞ্চ। এরমধ্যে রয়েছেন দু'জন পুলিশ কর্মচারী ও জনপ্রিয় ডিটেকটিভ রজনী পণ্ডিত। তবে, জামিনে ছাড়া পেয়ে গিয়েছেন রজনী।
পলিশ সূত্রে জানানো হয়েছে, মার্চ মাসে ২০০০ পাতার প্রাইমারি চার্জশিট ফাইল করেছে থানে পুলিশ। বিস্তারিত তথ্য পাওয়ার পর, সেকেন্ডারি চার্জশিট ফাইল হবে।