TRENDING:

গুহায় বন্দি ৯ দিন, অবশেষে উদ্ধার ১২ নিখোঁজ ফুটবলার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #ব্যাঙ্কক: ৯ দিন পরে খোঁজ মিলল নিখোঁজ এক ফুটবল টিমের ৷ টানা নয় দিন জল ও খাবার ছাড়া অন্ধকার গুহায় আটকে থাকার পর অবশেষে খোঁজ মিলল ১২ জন ফুটবল ও তাদের কোচের ৷ ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে ৷
advertisement

রোজকার মতো ফুটবল ট্রেনিং শেষে নিজের দলের ১২ জন কিশোর খেলোয়াড়কে নিয়েই মাঠ ছেড়ে বেরোন বছর ২৫-এর ফুটবল কোচ ৷ তারপর থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ একসঙ্গে পুরো ফুটবল টিমের নিরুদ্দেশ হয়ে যাওয়ার খবরে চাঞ্চল্য ছড়ায় ৷

প্রশাসনের তরফে অনুসন্ধান শুরু হলে দেখা যায় থাম লুয়াং গুহার সামনে ফুটবলারদের সাইকেল, ফুটবল, বুট, ব্যাকপ্যাক প্রভৃতি খেলার সামগ্রী পড়ে রয়েছে ৷ তাতেই অনুসন্ধানকারী দল অনুমান করেন, গুহাতেই হয়ত আটকে পড়েছেন ওই ১২ জন ফুটবলার ও তাদের কোচ ৷ এরপরই শুরু হয় উদ্ধারকাজ ৷

advertisement

আরও পড়ুন 

আফগানিস্তানে ন্যাটো বাহিনীর উপর আত্মঘাতী হামলা, মৃত ৫

পুলিশ জানিয়েছে, ট্রেনিং শেষে ফুটবলাররা কোচের সঙ্গে থাম লুয়াং গুহায় ঢোকেন ৷ সেসময় বাইরে চলছিল অঝোরে বৃষ্টি ৷ একটানা বৃষ্টিতে চারিদিকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় ৷ গুহাতেই আটকে পড়েন ফুটবলাররা ৷ জলে চারপাশ ডুবে যাওয়ায় বাঁচতে গুহার আরও গভীরে শুকনো জায়গায় আশ্রয় নেন অসহায় ১৩ জন ৷

advertisement

Soldiers and rescue workers work near Tham Luang cave complex, as an ongoing search for members of an under-16 soccer team and their coach continues, in the northern province of Chiang Rai, Thailand, July 2, 2018. (Image: Reuters)

advertisement

এই ৯ দিন ভরসা বলতে তাদের কাছে ছিল টর্চের আলো ও আত্মবিশ্বাস ৷ একটানা খিদে সহ্য করে অপরিসীম জীবনী শক্তির জোরেই এতদিন ওই গুহায় সুস্থ থাকতে পেরেছেন ওই ১৩ জন ৷ সোমবার গভীর রাতে উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছায় ৷ তাদের বার করে আনতে দ্রুত গতিতে চলছে উদ্ধারকাজ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

থাইল্যান্ডের প্রশাসন জানিয়েছে, দীর্ঘ সময়ের অনাহারে সাময়িক অসুস্থ হলে পড়লেও সবাই নিরাপদ ও অক্ষত রয়েছে ৷ এক সপ্তাহেরও বেশি সময়ের পর নিজের সন্তানদের খবর উচ্ছ্বসিত ফুটবলারদের পরিবার ৷ এখন শুধু সন্তানদের কাছে পাওয়ার অপেক্ষা ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
গুহায় বন্দি ৯ দিন, অবশেষে উদ্ধার ১২ নিখোঁজ ফুটবলার