সকাল ৭টা ৪৮ নাগাদ প্রাণঘাতী ইনজেকশনের সাহায্যে তাঁকে এই শাস্তি প্রদান করা হয়েছে । দীর্ঘদিন আইনি জটিলতার কারণে মৃত্যুদন্ড দেওয়া স্থগিত ছিল টেনেসিতে । প্রায় এক দশক বাদে টেনেসিতে আবার কোনও অপরাধীকে মৃত্যুদন্ড দেওয়া হল । মৃতুর কয়েক ঘন্টাও অপরাধীর শাস্তি মকুবের আবেদন খারিজ করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট । আসামী পক্ষের আইনজীবি দাবি করেছিলেন আইরিক মানসিক ভাবে সুস্থ নন ও প্রায় ৩০ বছর ধরেই তিনি মানসিক রোগে জর্জরিত । কিন্তু এই আবেদন মঞ্জুর করেনি শীর্ষ আদালত । বিচারপতি জানিয়ে দেন আইরিক জেনে বুঝেই এই অপরাধ করেছিলেন সুতরাং তার কোনও ক্ষমা নেই । অবশেষে প্রায় ৩৩ বছর আগের অপরাধের সাজা বিষাক্ত ইনজেকশনেই পেলেন আইরিক ।
advertisement
Location :
First Published :
August 10, 2018 9:01 AM IST