TRENDING:

Technology News: YouTube Premium নিয়ে এল নতুন চমক! আরও সহজে খুঁজে পাবেন পছন্দের ভিডিও, নয়া ফিচার জানলে অনেক সুবিধা

Last Updated:

Technology News: নতুন ফিচার চালুর মূল উদ্দেশ্য হল Premium সাবস্ক্রিপশন আরও আকর্ষণীয় করে তোলা, যাতে বেশি সংখ্যক ইউজার প্রিমিয়াম প্ল্যান নেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য Recommended Videos নামে নতুন ফিচার নিয়ে এল ইউটিউব প্রিমিয়াম। Your Queue সেকশনে এই ফিচার রয়েছে। এর সাহায্যে ইউজাররা সহজেই পছন্দের ভিডিও খুঁজে পাবেন।
News18
News18
advertisement

এই ফিচার চালুর মূল উদ্দেশ্য হল Premium সাবস্ক্রিপশন আরও আকর্ষণীয় করে তোলা, যাতে বেশি সংখ্যক ইউজার প্রিমিয়াম প্ল্যান নেন। ইউটিউব অ্যালগরিদম এবার আরও উন্নত হয়ে ইউজারের দেখা কনটেন্টের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে নতুন ভিডিও সাজেস্ট করবে। ফলে পছন্দের ভিডিও খোঁজার ঝামেলা থাকবে না।

ইউজার আগে যে সব কনটেন্ট দেখেছেন, তাঁর সঙ্গে সাদৃশ্য রয়েছে এমন ভিডিও স্বয়ংক্রিয়ভাবে সাজেস্ট করবে ইউটিউব। ফলে নতুন ভিডিও খুঁজতে গিয়ে সময় নষ্ট করতে হবে না। দেখা যাবে আরও মসৃণভাবে।

advertisement

YouTube Premium-এর নতুন ফিচার কীভাবে কাজ করবে? সাধারণত, ইউজারের কিউতে থাকা ভিডিওগুলোর সঙ্গে তাদের ওয়াচলিস্টের সরাসরি মিল থাকে না। তবে এই নতুন ফিচার নিশ্চিত করবে যে, ইউজারের দেখার অভ্যাস অনুযায়ী যাতে উপযুক্ত ভিডিও সাজেস্ট করা যায়।

কীভাবে এটি ব্যবহার করবেন ইউজাররা: প্রথমে যে কোনও ভিডিও নির্বাচন করে “Add to queue” অপশনে ক্লিক করতে হবে। এরপর ইউটিউব অ্যাপে খুলতে হবে Your Queue। কিউতে থাকা ভিডিওগুলোর মাঝে ইউটিউবের সাজেস্ট করা নতুন ভিডিও দেখা যাবে।

advertisement

ইউজারকে কী করতে হবে: ভিডিও দেখার জন্য শুধু একটা ক্লিক করতে হবে। সুপারিশ করা ভিডিওতে ক্লিক করলেই সেটি চালু হয়ে যাবে। তবে কিউতে যোগ করতেও হবে। সুপারিশ করা ভিডিওর পাশে থাকা তিনটি ডট (⋮)-এ ক্লিক করে সেটিকে কিউয়ের শুরু বা শেষে রাখতে পারবেন ইউজার।

advertisement

আরও নতুন ফিচার: YouTube আরও একটি এক্সপেরিমেন্টাল ফিচার চালু করছে, যাতে ইউজাররা ভিডিওর স্পিড আরও নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। মোবাইল ডিভাইসে 0.05 ইঙ্ক্রিমেন্ট করে প্লেব্যাক স্পিড ৪x পর্যন্ত বাড়ানো যাবে। এই ফিচার ৭ এপ্রিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালু থাকবে।

advertisement

তবে মাথায় রাখতে হবে, YouTube Premium-এর এই নতুন ফিচারগুলো আগামীদিনেও থাকবে কি না তা নির্ভর করবে ইউজারদের প্রতিক্রিয়া ও উপযোগিতার উপর। যদি ইউজাররা এগুলো পছন্দ করেন, তাহলে ভবিষ্যতে এগুলি স্থায়ীভাবে চালু করা হতে পারে। YouTube Premium ক্রমাগত ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করার চেষ্টা করছে। এই সব নতুন ফিচার তারই অংশ।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Technology News: YouTube Premium নিয়ে এল নতুন চমক! আরও সহজে খুঁজে পাবেন পছন্দের ভিডিও, নয়া ফিচার জানলে অনেক সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল