TRENDING:

আপনার ফেসবুক সুরক্ষিত আছে তো? জেনে নিন এই উপায়ে

Last Updated:

গোটা বিশ্বে তোলপাড় ! হোয়াটসঅ্যাপের প্রাক্তন সিইও-এর এক ট্যুইটেই তথ্য ফাঁস নিয়ে প্রশ্নের মুখে পড়েছে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গোটা বিশ্বে তোলপাড় ! হোয়াটসঅ্যাপের প্রাক্তন সিইও-এর এক ট্যুইটেই তথ্য ফাঁস নিয়ে প্রশ্নের মুখে পড়েছে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক ৷ গোটা দুনিয়া সরব হয়েছে #DeleteFacebook হ্যাশট্যাগে ৷ এমনকী, ফেসবুকের মারফত যে তথ্য ফাঁস হচ্ছে, সে দায় স্বীকারও করেছেন ফেসবুক শ্রষ্ঠা মার্ক জুকেরবার্ক ৷
advertisement

তবে একটু সতর্ক থাকলেই খুব সহজেই আপনার ফেসবুক প্রোফাইলকে রাখতে পারেন সুরক্ষিত ৷ কীভাবে? নিচে লেখা উপায় গুলোকে মেনে চলুন

১) এমন কোনও অ্যাপ, যা আপানর কাছে পরিচিত নয় ৷ সেই অ্যাপগুলো ডিলিট করুন আপনার ফেসবুক প্রোফাইল থেকে ৷

২) ফেসবুকে আসা কোনওরকম গেম, যা কিনা একেবারেই ফেসবুকের নিজস্ব নয়, তা একেবারেই খেলা থেকে নিজেকে দূরে রাখুন ৷ অজানা কোনও লিঙ্কে ক্লিক করবেন না !

advertisement

৩) ফেসবুকে আপনার কোনও বন্ধুর সঙ্গে কোনও অ্যাপ শেয়ার করে থাকলে, আজই তা ডিলিট করুন ৷ এর জন্য আপনাকে ক্লিক করতে হবে ফেসবুকের সেটিংস বটনে ৷ তারপর অ্যাপ আদার ইউজ-এ গিয়ে ডিলিট করুন ৷

৪) একদমই চেনেন না, এরকম কোনও ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন না ৷

৫) ফেসবুকের প্রত্যেকটি অপশনকে প্রাইভেট করে ফেলুন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গে বিপর্যয়ের পর থেকেই বাতিল হচ্ছে প্ল্যান...! পর্যটকদের এখন টানছে 'এই' জেলা
আরও দেখুন

৬) ফেসবুক ডেটা ডাউনলোড করুন। এ জন্য যে কোনও ফেসবুক পেজের ডানদিকে একদম ওপরে গিয়ে সেটিংস সিলেক্ট করুন। জেনারেল অ্যাকাউন্ট সেটিংসের নীচে রয়েছে ডাউনলোড আ কপি অফ ইওর ফেসবুক ডেটা। তাতে ক্লিক করুন। এবার ক্লিক করুন স্টার্ট মাই আর্কাইভে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আপনার ফেসবুক সুরক্ষিত আছে তো? জেনে নিন এই উপায়ে