TRENDING:

Windows 11 Problems: প্রস্তুত নয় অধিকাংশ কম্পিউটার; Windows 11-এ কী সমস্যা হতে পারে?

Last Updated:

বিশ্বের অধিকাংশ কম্পিউটার এখনও Windows 11-এর জন্য প্রস্তুত নয়। এমনই দাবি করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অত্যাধুনিক ফিচার যুক্ত আধুনিক অপারেটিং সিস্টেম Windows 11 নিয়ে বিশ্বের অধিকাংশ জায়গাতেই কোনও উৎসাহ নেই। Windows 11-এ ভিজ্যুয়াল আপডেট ছাড়াও রয়েছে উন্নত অপারেটিং সিস্টেম। যা আপগ্রেড পারফর্ম্যান্সের সঙ্গে সঙ্গে কম্পিউটারের ব্যবহারকে আরও সহজ করে তুলবে। কিন্তু এই Windows 11-এর জন্য দরকার বিভিন্ন ধরনের উন্নত সিস্টেম। এর ফলে বিশ্বের বিশ্বের অধিকাংশই এখনও Windows 11-এর জন্য প্রস্তুত নয়।
advertisement

ল্যান্সউইপার পেইন্টস (Lansweeper Paints) এর একটি রিসার্চ অনুযায়ী প্রায় ৬০ হাজার অর্গানাইজেশনের প্রায় ৩০ মিলিয়নের বেশি ডিভাইজ এবং কম্পিউটারে ইন্সটল করা হয়নি Windows 11। কারণ এটি ইন্সটল করতে যা প্রয়োজন, সেটি এই সকল সিস্টেমে নেই। ৬ থেকে ৭ বছরের বেশি পুরনো কম্পিউটারে Windows 11 কাজ করবে না। Windows 11-এর জন্য দরকার কমপক্ষে প্রায় ৪ জিবি (GB) র‍্যাম (RAM) এবং মাল্টিকোর প্রসেসর (Multicore Processor)। কিন্তু ৫৫.৬ শতাংশ অর্গানাইজেশনের সিস্টেমে তা নেই। অন্যান্য প্রায় ১৯.২৬ শতাংশ সিস্টেমে টিপিএম ২.০ (TPM 2.0) মডিউলের কমতি রয়েছে, যা Windows 11 এর জন্য সব থেকে দরকারি। এর জন্য এই সকল অর্গানাইজেশনের সিস্টেমে কাজ করবেনা Windows 11। এর ফলে Windows 11-এ বিভিন্ন ধরনের আধুনিক ফিচার থাকলেও অনেকেই এটি নিয়ে বেশি উৎসাহী নয়।

advertisement

আরও পড়ুন-  ৬ ঘণ্টা বন্ধ ফেসবুক-হোয়াটসঅ্যাপ, জুকারবার্গের ক্ষতি ৫০ হাজার কোটিরও বেশি!

Windows 11-এর জন্য সবথেকে দরকারি হল টিপিএম মডিউল। কিন্তু এই টিপিএম মডিউলই একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে বেশিরভাগ কম্পিউটার ইউজারদের কাছে। মাইক্রোসফট (Microsoft) কোম্পানি কয়েক মাস আগেই তাদের সিস্টেমে চালু করেছে ৭ জেনারেশন ইন্টেল প্রসেসর (7th Gen Intel Processor) সাপোর্ট সিস্টেম। এর ফলে Windows 11-এর এই টিপিএম মডিউল বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রায় ২০ শতাংশ ওয়ার্কস্টেশন এবং ৫ শতাংশ ফিজিকাল সার্ভারে এই টিপিএম ২.০ মডিউলের কমতি রয়েছে। এই কারণে বিশ্বের অধিকাংশই Windows 11-এর জন্য এখনও প্রস্তুত নয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অক্টোবরের ৫ তারিখে রিলিজ করবে Windows 11। এর পরের কিছু সপ্তাহের মধ্যেই ধীরে ধীরে পুরো বিশ্বের উপযুক্ত কম্পিউটারের জন্য এটি রিলিজ করবে। Windows 11 নিয়ে মাইক্রোসফটের অনেক আশা থাকলেও, কয়েকটি রিপোর্ট কিন্তু অন্য কথাই বলছে। সেখানে উল্লেখ করা হয়েছে Windows 11 সাপোর্ট করার জন্য উন্নত অপারেটিং সিস্টেমের দরকার, এর জন্য বিশ্বের অধিকাংশই এখনও এটা নিয়ে বেশি আগ্রহী নয়।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Windows 11 Problems: প্রস্তুত নয় অধিকাংশ কম্পিউটার; Windows 11-এ কী সমস্যা হতে পারে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল