TRENDING:

বিশ্বের সবচেয়ে সস্তা বাইক পাওয়া যায় ভারতে! মডেলের নাম শুনলে চমকে যাবেন

Last Updated:

TVS XL Heavy Duty- শুধু সস্তা নয়। যদি বলা হয়, বিশ্বের সবচেয়ে সস্তা বাইক কোনটা? হ্যাঁ, ভারতীয় কোম্পানির সঙ্গে এর যোগ রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টু-হুইলারের চাহিদা প্রতিদিন বাড়ছে। বিশেষ করে ভারতের মতো দেশে। যেখানে যানজট অত্যন্ত বেশি। নিত্যনতুন কোম্পানিও বাজারে আসছে। লঞ্চ হচ্ছে নানা ধরণের মডেল। যেমন লুক, তেমনই দাম। তবে সস্তার মডেলও রয়েছে।
News18
News18
advertisement

শুধু সস্তা নয়। যদি বলা হয়, বিশ্বের সবচেয়ে সস্তা বাইক কোনটা? হ্যাঁ, ভারতীয় কোম্পানির সঙ্গে এর যোগ রয়েছে। এমনকী যোগ রয়েছে পাকিস্তানের সঙ্গেও। বিশ্বের সবচেয়ে সস্তা টু হুইলারটি চমৎকার মাইলেজও দেয়। এক লিটার তেলে পাড়ি দিতে পারে ৮০ কিমি পথ। কম কথা না কি!

আরও পড়ুন- AirFiber প্ল্যান অফার চালু করল Jio; মাত্র ১১১১ টাকায় ৫০ দিনের ভ্যালিডিটি!

advertisement

বিশ্বের সবচেয়ে সস্তা বাইকটি তৈরি করেছে টিভিএস মোটরস। মডেলটির নাম XL 100। এটা শুধু সস্তা নয়, ব্যাপক জনপ্রিয় মডেলও। এটা মূলত মোপেড। বাইকের সস্তার বিকল্পও বলা যায়। তবে দাম কম হলেও কাজে তুলনাহীন। এই টু হুইলারটি অধিকাংশ ক্ষেত্রে মাল বওয়ার কাজেই ব্যবহার হয়। তবে ব্যক্তিগত পরিবহণের জন্যও অনেকে ব্যবহার করেন।

advertisement

টিভিএস XL 100 এর দাম শুরু হচ্ছে ৪৪ হাজার টাকা থেকে। তবে এর টপ মডেলের দাম ৬০ হাজার টাকা। এতে ১০০ সিসি-এর ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি ৪.৪ বিএইচপি পাওয়ার জেনারেট করে। টর্ক প্রায় ৬.৫ এনএম। ওজন খুবই হালকা। কার্ব ওয়েট ৮৯ কিলোগ্রাম।

এতে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। স্পিডোমিটারটি অ্যানালগ স্টাইলের। এতে চালক ডিআরএল (ডে টাইম রানিং লাইট) দেখতে পাবেন। এছাড়াও এতে ফুয়েল গেজ দেওয়া হয়েছে, ফলে ট্যাঙ্কে কত পেট্রল অবশিষ্ট রয়েছে সহজেই জানা যায়। একইসঙ্গে এতে ফ্রন্ট ক্যারিয়ারও দেওয়া হয়েছে, যার উপর চালক লাগেজ লোড করতে পারবেন।

advertisement

বাইকে কিক স্টার্ট এবং সেলফ স্টার্ট দুটি অপশনই দেওয়া হয়েছে। ১ লিটার পেট্রোলে ৮০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। কম দাম এবং চমৎকার মাইলেজের কারণে টিভিএসের এই মডেলটি বিশেষ করে গ্রামীণ এলাকায় খুবই জনপ্রিয়। তবে সিটি রাইডের জন্যও এটা চমৎকার।

আরও পড়ুন- ভুল সবারই হয়, রেলের টিকিটে নাম, তারিখ পরিবর্তন করবেন কীভাবে? দেখে নিন উপায়

advertisement

এ তো গেল ভারতের কথা। এবার আসা যাক পাকিস্তানের গল্পে। পড়শি দেশে সবচেয়ে সস্তার বাইক নিয়ে এসেছে হোন্ডা। মডেলটির নাম CD 70। পাকিস্তানি মুদ্রায় Honda CD 70-এর দাম ১ লাখ ৫৭ হাজার টাকা। যা ভারতীয় মুদ্রায় ৪৭,৯০০ টাকার সমান।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হোন্ডা CD 70-এ ৭০ সিসি-এর ইঞ্জিন রয়েছে। এটা শুধু পাকিস্তানের গ্রামীণ এলাকায় নয়, শহুরে এলাকাতেও ব্যাপক জনপ্রিয়। এই বাইকের আপগ্রেড ভার্সনে একটি অতিরিক্ত ক্যারিয়ার দেওয়া হয়, যা মাল বওয়ার কাজে লাগে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বিশ্বের সবচেয়ে সস্তা বাইক পাওয়া যায় ভারতে! মডেলের নাম শুনলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল