TRENDING:

Facebook whatsapp global Outage| ৬ ঘণ্টা বন্ধ ফেসবুক-হোয়াটসঅ্যাপ, ঘরে বাইরে বিপদে জুকারবার্গ খোয়ালেন ৫০ হাজার কোটির বেশি টাকা!

Last Updated:

সোমবার হঠাৎই বন্ধ হয়ে যায় ফেসবুকের পরিষেবা (Facebook whatsapp global Outage)। বিশ্বজুড়ে প্রায় ছয় ঘণ্টারও বেশি সময় অচল ছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইয়র্ক: রবিবারই সংস্থার বিরুদ্ধে মুখ খুলেছেন এক কর্মী। ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার ছয় ঘণ্টারও বেশি সময় বন্ধ রইল (Facebook whatsapp global Outage) ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের মতো সোশ্যাল সাইটগুলো। জোড়া ধাক্কার জেরে ক্ষতির মুখোমুখি হলেন মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। তথ্য বলছে, এই ঘটনার ধাক্কায় ৭ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে জুকারবার্গের। আর এর জেরেই এক ধাক্কায় বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা জুকারবার্গের নাম বেশ কয়েক ধাপ নেমে গিয়েছে। ব্লুমবার্গ বিলিয়নার ইনডেক্সের তালিকা অনুযায়ী, জুকারবার্গ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন পাঁচ নম্বরে।
জো়ড়া ধাক্কায় ধনী তালিকায় অনেকটা পিছিয়ে পড়লেন মার্ক জুকারবার্গ।
জো়ড়া ধাক্কায় ধনী তালিকায় অনেকটা পিছিয়ে পড়লেন মার্ক জুকারবার্গ।
advertisement

আরও পড়ুন-Facebook, Instagram, Whatsapp ফিরল একে একে, ৬ ঘণ্টারও বেশি থমকে সোশ্যাল দুনিয়া

এক সপ্তাহ আগে জুকারবার্গের ((Mark Zuckerberg) সম্পত্তির পরিমাণ ছিল ১৪০ বিলিয়ন ডলার। ইন্ডেক্স বলছে এই অল্প সময়ে তাঁর সম্পত্তির পরিমাণ এসে দাঁড়িয়েছে ১২১.৬ বিলিয়ন ডলারে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বরের শুরুতে জুকারবার্গের স্টক এর পরিমাণ ছিল ১৫ শতাংশ। সোমবার তা এসে দাঁড়িয়েছে মাত্র ৪ শতাংশে।

advertisement

কী ভাবে এই পতন? তথ্য বলছে, প্রথম ধাক্কাটা আসে সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ। ওই দিন ওয়াল স্ট্রিট জার্নালে (Wall Street Journal on Facebook) একগুচ্ছ প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে দেখানো হয়, কী ভাবে ইনস্টাগ্রামে প্রচারিত অপতথ্য কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। পাশাপাশি তুলে দেওয়া হয় কী ভাবে দিল্লির দাঙ্গা সহ বহু ঘটনায় অপদার্থের চাষ হয়েছে এই ফেসবুকেই। ক্ষতটা শুকনোর আগে সোমবারই ফেসবুকের বিরুদ্ধে মুখ খুললেন সংস্থার এক কর্মী।

advertisement

প্রত্যুত্তরে ফেসবুকের vice-president অফ গ্লোবাল অ্যাফেয়ার নিক ক্লেগ বলেন, "আমরা বেশ কয়েকটি দুরূহ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি এর মধ্যে শুধুই পণ্য গত সমস্যা নয় এমনকি রাজনৈতিক মেরুকরণের সমস্যাও রয়েছে।"

ঘরে-বাইরে যখন এই ধরনের বিপদ চলছে তার মুখে সোমবার হঠাৎই বন্ধ হয়ে যায় ফেসবুকের পরিষেবা (Facebook whatsapp global Outage)। বিশ্বজুড়ে প্রায় ছয় ঘণ্টারও বেশি সময় অচল ছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। পরিষেবা ফিরলে জুকারবাগ লেখেন, "আমি জানি মানুষ আমাদের পরিষেবার ওপরে কতটা ভরসা করেন। আজকের এই সমস্যার জন্য আমরা দুঃখিত।"

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Facebook whatsapp global Outage| ৬ ঘণ্টা বন্ধ ফেসবুক-হোয়াটসঅ্যাপ, ঘরে বাইরে বিপদে জুকারবার্গ খোয়ালেন ৫০ হাজার কোটির বেশি টাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল