TRENDING:

TRAI-এর নির্দেশে উঠে গেল জিও-র ফ্রি পরিষেবা, জানেন কবে থেকে বন্ধ হচ্ছে সামার সারপ্রাইজ অফার ?

Last Updated:

জেনে নিন কবে শেষ হয়ে যাবে জিও-র সামার সারপ্রাইজ অফার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মার্চ মাসের ৩১ তারিখ শেষ হবে জিও-র সমস্ত ফ্রি অফার ৷ কথা ছিল এমনটাই ৷ কিন্তু জিও গ্রাহকদের আশাহত করতে চায়নি জিও কর্তৃপক্ষ ৷ তাই তো শেষ হওয়ার সময় আসতেই, জিও সামার অফার নিয়ে হাজির হল জিও ৷ রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি জানিয়ে দিলেন, জিও-র পরিষেবা থাকছে ৷ সঙ্গে থাকছে আরও নতুন নতুন অফার ৷ জিও-র সিমকে প্রাইম করে নিয়ে ৩০৩ টাকার রিচার্জ করলে তিন মাস একেবারে নিশ্চিন্তে জিও-র নেট !
advertisement

তবে জিও-র এই তিন মাসের অফারেই জল ঢেলে দিল ট্রাই ৷ জিওকে সোজা জানিয়ে দিল, তুলে নিতে হবে জিও-র তিনমাসের ফ্রি পরিষেবা ৷ অর্থাৎ একবার রিচার্জ করে, তিন মাসের ফ্রি পরিষেবা ব্যবহারের দিকেই নজর পড়ল ট্রাইয়ের ৷

জিও-র তরফে জানানো হয়েছে যে তারা ট্রাইয়ের নিরর্দেশ মেনে নেবে ৷ কিন্তু এখনও বন্ধ হয়নি সামার সারপ্রাইজ অফার ৷ এর মধ্যে যারা রিচার্জ করাছেন তারা এই অফার পাবেন বলে জানানো হয়েছে সংস্থার তরফে ৷ কিন্তু যারা এখনও রিচার্জ করিয়ে উঠতে পারেনি তাদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ৷ সেটা হল কবে বন্ধ হচ্ছে জিও সামার সারপ্রাইজ অফার ? অথার্ৎ হাতে আর কতদিন পাচ্ছেন তারা এই রিচার্জ করিয়ে নেওয়ার জন্যে ? ট্রাইয়ের নির্দেশের পর থেকেই মাথায় হাত জিও গ্রাহকদের ৷ সামার সারপ্রাইজ নিয়ে গত কয়েকদিন ধরেই বিভিন্ন জল্পনা চলছে ৷ তাহলে জেনে নিন কবে  শেষ হয়ে যাবে জিও-র সামার সারপ্রাইজ অফার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মুকেশ আম্বানি প্রথমে ১৫ তারিখ পর্যন্ত সামার সারপ্রাইজ অফারের জন্য সময় দিয়েছিলেন ৷ কিন্তু ট্রাইয়ের নির্দেশের পর যে কোনও সময় বাতিল হয়ে যেতে পারে এই অফার ৷ সংস্থার তরফে আগেই জানানো হয়েছিল যে তারা ট্রাইয়ের নির্দেশ মেনে নেবে ৷ কিন্তু তাদের কিছুটা সময় দিতে হবে ৷ সঠিক দিন এখনও পর্যন্ত সংস্থার তরফে ঘোষণা করা হয়নি ৷ কিন্তু এতে জিও-র ক্ষতির বদলে উল্টে লাভই হয়েছে বলে মনে করছে অনেকে ৷ এর মূল কারণ হচ্ছে রিল্যায়েন্স কর্তা এই অফারের সময়সীমা বেধে দিয়েছিলেন ১৫ এপ্রিল পর্যন্ত ৷ আজ ১১ তারিখ ৷ মোটে চারদিন বাকি ৷ এর মধ্যে বেশিরভাগ মানুষই রিচার্জ করিয়ে ফেলেছেন ৷ আর যারা করায়নি, তারা ট্রাইয়ের নির্দেশের পর আরও তাড়াতাড়ি রিচার্জ করতে উঠে পড়ে লেগেছে ৷ ৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
TRAI-এর নির্দেশে উঠে গেল জিও-র ফ্রি পরিষেবা, জানেন কবে থেকে বন্ধ হচ্ছে সামার সারপ্রাইজ অফার ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল