TRENDING:

WhatsApp: মেসেজ মিস হয়ে গেছে? নোটিফিকেশন পাঠিয়ে সব জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ, আসছে নয়া ফিচার

Last Updated:

WhatsApp: হোয়াটসঅ্যাপে নতুন কোনও মেসেজ ঢুকলেই ফোনে নোটিফিকেশন চলে আসে। ভিডিও বা ভয়েস কলের ক্ষেত্রেও তাই হয়। কিন্তু যে সব নতুন মেসেজ এসেছে, কিন্তু এখনও দেখা হয়নি, এবার তার কথাও নোটিফিকেশন পাঠিয়ে মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হোয়াটসঅ্যাপে নতুন কোনও মেসেজ ঢুকলেই ফোনে নোটিফিকেশন চলে আসে। ভিডিও বা ভয়েস কলের ক্ষেত্রেও তাই হয়। কিন্তু যে সব নতুন মেসেজ এসেছে, কিন্তু এখনও দেখা হয়নি, এবার তার কথাও নোটিফিকেশন পাঠিয়ে মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।
মেসেজ মিস হয়ে গেছে? নোটিফিকেশন পাঠিয়ে সব জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ
মেসেজ মিস হয়ে গেছে? নোটিফিকেশন পাঠিয়ে সব জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ
advertisement

হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই এই ফিচার নিয়ে এসেছে। বিটা ইউজাররা ব্যবহারও করছেন। খুব শীঘ্রই সাধারণ ইউজারদের জন্যও চালু হয়ে যাবে। তবে তার দিনক্ষণ এখনও জানায়নি হোয়াটসঅ্যাপ।

আগে স্ট্যাটাস আপডেটের ক্ষেত্রে রিমাইন্ডার অপশন চালু করেছিল ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। টেক বিশেষজ্ঞরা মনে করছেন, এই তালিকায় এবার অপঠিত মেসেজও রাখা হতে পারে। সোজা কথায়, সেই ফিচারটিকেই আরও একটি ঘষামাজা করে নতুন মোড়কে চালু করবে হোয়াটসঅ্যাপ।

advertisement

আরও পড়ুন-শুক্র-শনির মহামিলনে তোলপাড় হবে বিশ্ব ব্রহ্মাণ্ড! টাকার খনিতে ৫ রাশি, অঢেল ধন-সম্পত্তি, লাগবে লটারি, শনির কৃপায় খুলবে বন্ধ ভাগ্য

সম্প্রতি হোয়াটসঅ্যাপে কিছু নতুন ফিচার এসেছে। সবগুলোই অটোমেটিক। তবে এই ফিচারটি ম্যানুয়ালি চালু করতে হবে ইউজারকে। এমনটাই জানা গিয়েছে। এই রিমাইন্ডার ফিচার নোটিফিকেশন ট্যাবের মাধ্যমে কাজ করে।

অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন 2.24.25.29 যাঁদের রয়েছে তাঁরাই এই ফিচার ব্যবহার করতে পারবেন। তাই গুগল প্লে স্টোর থেকে এই ভার্সন সবার আগে ডাউনলোড করতে হবে। এরপর সেটিংসে যেতে হবে। সেখান থেকে নোটিফিকেশন অপশনে। তারপর যেতে হবে রিমাইন্ডার টগলে।

advertisement

আরও পড়ুন-অসহ্য নরকযন্ত্রণা! প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে ৪ সন্তানের বাবার সঙ্গেই …! বিয়ে না করেই মা হন নায়িকা, সেই মেয়ে এখন বলিউড কাঁপাচ্ছে, চিনতে পারলেন?

রিমাইন্ডার অপশন চালু করলেই অপঠিত মেসেজ সংক্রান্ত নোটিফিকেশন পাঠাতে শুরু করবে হোয়াটসঅ্যাপ। WaBetaInfo থেকে পাওয়া তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এই ফিচার শুধুমাত্র সেই সব কন্টাক্টের জন্যই চালু করবে যাঁদের সঙ্গে ইউজার নিয়মিত মেসেজ আদানপ্রদান বা ইন্টারঅ্যাক্ট করেন। কোনও দরকারি মেসেজ গ্রাহকের চোখ এড়িয়ে গেলেও সমস্যা নেই, নোটিফিকেশন মনে করিয়ে দেবে।

advertisement

বিটা ভার্সনে এই ফিচার পরীক্ষা করে দেখেছেন টেক বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, খুব শীঘ্রই অফিসিয়াল রোলআউট শুরু হবে। অনেক ফিচার চালু করার আগে বিটা ভার্সনে নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। যাঁরা নতুন ফিচার আগে ব্যবহার করতে চান, তাঁরা বিটা প্রোগ্রামে সাইন আপ করতে পারেন।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ নতুন টাইপিং ইন্ডিকেটর চালু করেছে। আইফোন এবং অ্যান্ড্রয়েড ইউজাররা এই ফিচার ব্যবহার করছেন। টাইপিং ইন্ডিকেটর চ্যাট উইন্ডোর ডানদিকে থাকে। বাবলের মতো দেখতে। যখন কেউ টাইপ করে তখন পাশাপাশি তিনটি ডট নড়াচড়া করে যতক্ষণ না মেসেজটি ফিডে পৌঁছচ্ছে। এই ফিচার চালু করার জন্য অবশ্য কোনও সেটআপের প্রয়োজন নেই। সমস্ত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপেই এটা ডিফল্টভাবে কাজ করছে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp: মেসেজ মিস হয়ে গেছে? নোটিফিকেশন পাঠিয়ে সব জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ, আসছে নয়া ফিচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল