TRENDING:

Voice chat in whatsapp: এবার ভয়েস চ্যাট হবে আরও সহজে, WhatsApp-এ আসছে বড় পরিবর্তন

Last Updated:

জানা গিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচার ব্যবহার করা যাবে সেই সব গ্রুপে যার সদস্য সংখ্যা ৩৩ বা তার বেশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
WhatsApp-এ আসছে একের পর এক পরিবর্তন। বিশ্বের সব থেকে বেশি ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি চাইছে একের পর ফিচার চালু করে অন্য প্ল্যাটফর্মগুলিকে টেক্কা দিতে।
advertisement

এবার WhatsApp-এর বড় গ্রুপগুলির জন্য ভয়েস চ্যাট ফিচার চালু হতে চলেছে বলে খবর। এই ফিচার অনেকটা Discord-এর ভয়েস চ্যাটের মতো হতে পারে। Meta-অধীনস্থ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি এই নতুন ফিচার আনতে চলেছে, গ্রুপ কলের থেকেও সহজ কথাবার্তার জন্য।

advertisement

এক্ষেত্রে ইন-চ্যাট বাবলে ট্যাপ করেই ভয়েস চ্যাট করা যাবে। সেক্ষেত্রে কল-এর মতো রিং হবে না। এই ফিচারটি এমন সুযোগ দেবে, যাতে আগ্রহীরা কল-এ যোগ দিতে পারবেন। অন্যরা মেসেজ করতে পারবেন। ব্যবহারকারীরা ভয়েস চ্যাট থেকে না বেরিয়েও দ্রুত তা আনমিউট করে বা হ্যাং আপ করে দিতে পারবেন। অথবা, চাইলে গ্রুপে মেসেজ রাখতে পারবেন। এজন্য চ্যাটের উপরে Call Control-এ ট্যাপ করতে হবে।

advertisement

জানা গিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচার ব্যবহার করা যাবে সেই সব গ্রুপে যার সদস্য সংখ্যা ৩৩ বা তার বেশি। WhatsApp জানিয়েছে, এই ফিচার এন্ড-টু-এন্ড এনক্রিপশন-সহ ভয়েস চ্যাট-এ সুরক্ষা দেবে।

advertisement

নতুন এই ফিচার লঞ্চ করার কথা ঘোষণা করার মধ্যে খুব চমক অবশ্য ছিল না। কারণ গত অগাস্টেই WABetaInfo রিপোর্ট করেছিল যে WhatsApp তার বিটা ভার্সনে ভয়েস চ্যাট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।

advertisement

WhatsApp গত কয়েক মাস ধরে তার প্ল্যাটফর্মে বেশ কয়েকটি ফিচার এনেছে। সম্প্রতি ব্যবহারকারীদের জন্য একই সঙ্গে দু’টি অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধাও দেওয়া হচ্ছে এই অ্যাপে। Android-এ আসছে Passkey সাপোর্ট ব্যবস্থাও। সঙ্গে থাকছে Flows ফাংশন, যার ফলে WhatsApp থেকে না বেরিয়েই ব্যবহারকারীরা বিমানের আসন বাছাই করা বা অ্যাপয়েন্টমেন্ট বুক করার সুবিধা পাবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

Meta-র সিইও মার্ক জুকারবার্গ সম্প্রতি এই অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের উপার্জন ঘোষণা করেছেন। তার কয়েক সপ্তাহের মধ্যেই এই নতুন লঞ্চের বিষয়টি ঘোষণা করা হয়েছে। এই প্ল্যাটফর্মটি প্রতিদিন ৬০০ মিলিয়নেরও বেশি বার ব্যবহার করা হচ্ছে বলে দাবি। জুকারবার্গ উল্লেখ করেছেন যে অ্যাপস এবং অন্য আয়ের থেকে প্রায় ২৯৩ মিলিয়ন ডলার রোজগার হয়েছে। যা বছরে ৫৩ শতাংশের বেশি।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Voice chat in whatsapp: এবার ভয়েস চ্যাট হবে আরও সহজে, WhatsApp-এ আসছে বড় পরিবর্তন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল