TRENDING:

এই মাসের শেষেই বন্ধ হয়ে যাচ্ছে Whatsapp

Last Updated:

বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ৷ সূত্রের খবর, ৩০ জুনের পর থেকেই বেশ কয়েকটি স্মার্টফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ ৷ এর ফলে হোয়াটস অ্যাপের মাধ্যমে চ্যাটে পড়তে চলেছে যতি চিহ্ন ৷
advertisement

হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে লাগাতার অ্যাপটিকে আপডেট করা হচ্ছে ৷ পাশাপাশি বেশ কয়েকটি উন্নত ও নতুন ফিচার্স যোগ করা হচ্ছে ৷ এই জন্য বেশ কয়েকটি স্মার্টফোন যাতে এই আপডেটেড ভার্সান কাজ করবে না তাতে পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

সব চেয়ে জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ ৷ এবার থেকে এই অ্যাপটি আরও হাইটেক, সুরক্ষিত ও ফিচারলেস হতে চলেছে ৷ এবার থেকে এই অ্যাপটি আরও হাইটেক, সুরক্ষিত ও ফিচারলেস হতে চলেছে ৷ সম্প্রতি হোয়াটসঅ্যাপে বেশ কয়েকটি নতুন ফিচার্স যোগ করা হয়েছে যা এই অ্যাপটিকে ব্যবহারকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে ৷ ফ্রন্ট ক্যামেরা স্ক্রিন ফ্ল্যাশ, ফোটো এডিটিং টুল, ভিডিও কলিংয়ের মতো নতুন ফির্চাসগুলি অনেক কাজ সহজ করে দিতে চলেছে ৷

advertisement

কিন্তু সমস্যা একটাই ৷ এখন থেকে আর সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না ৷ সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে যে তারা বেশ কয়েকটি হ্যান্ডসেটে হোয়াটসঅ্যাপ বন্ধ করতে চলেছে ৷ ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরি ১০, নোকিয়া এস৪০, নোকিয়া সিম্বিয়ান এস৪০, iPhone 3GS, Windows 7.1, Android 2.1 or Android 2.2, মোবাইলগুলিতে আর চলবে না এই অ্যাপ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

এই হ্যান্ডসেটগুলিতে ৩০ জুনের পর থেকে আর হোয়াটস অ্যাপ পরিষেবা মিলবে না ৷ তাই সংস্থার তরফে গ্রাহকদের জানানো হয়েছে, তাদের কাছে যদি পুরনো ফোন থাকে তাহলে জুন মাস শেষ হওয়ার আগেই যেন তারা তাদের হ্যান্ডসেটগুলি বদলে ফেলে ৷ যাতে নির্বিঘ্নে চলে হোয়াটস অ্যাপ চ্যাট ৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এই মাসের শেষেই বন্ধ হয়ে যাচ্ছে Whatsapp