WhatsApp এমন একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ, যা প্রায় প্রত্যেকের ফোনে ইনস্টল করা আছে। এই কারণে আমাদের দৈনন্দিন জীবন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। কারণ WhatsApp-এর মাধ্যমে সকলের সঙ্গেই খুব সহজেই যোগাযোগ করা যায় এবং বিভিন্ন তথ্যের সঙ্গে ফটো-ভিডিও-ফাইল শেয়ার করা যায়।
WhatsApp থেকে শুধু মেসেজই নয়, ভয়েস মেসেজ ও ভয়েস কলও করা সম্ভব। এছাড়াও WhatsApp-এর মাধ্যমে ইউজাররা ভিডিও কল, ফটো শেয়ার, লোকেশন শেয়ার, কন্টাক্ট শেয়ার করতে পারেন। তবে WhatsApp-এ ইউজারদের সবচেয়ে প্রিয় ফিচার সম্ভবত স্টেটাস ফিচার, যা ইউজাররা প্রচুর পরিমাণে ব্যবহার করেন।
advertisement
আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp তাদের স্টেটাসের জন্য নতুন আপডেট চালু করেছে। এমন পরিস্থিতিতে জেনে রাখা প্রয়োজন যে, স্টেটাস সম্পর্কিত এমন একটি ফিচার রয়েছে, যার সম্পর্কে সম্ভবত খুব কম ইউজারাই জানেন। এখানে WhatsApp স্টেটাসে ইউজারদের নিজের ভয়েস সেট করার কথা বলা হচ্ছে। WhatsApp-এর ইউজাররা স্টেটাসে নিজেদের ভয়েস সেট করতে পারবেন।
এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়:
স্টেপ ১ – এর জন্য প্রথমেই নিজেদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে WhatsApp ওপেন করতে হবে।
স্টেপ ২ – এরপর স্ক্রিনের নিচের বাম দিকে থাকা ‘My Status’ অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৩ – স্টেটাস স্ক্রিনে ইউজাররা ‘My Status’ বিকল্প সহ উপরে একটি ক্যামেরা আইকন দেখতে পাবেন। এটিতে ক্লিক করতে হবে।
স্টেপ ৪ – এরপর ইউজারদের স্টেটাস স্ক্রিনে নিয়ে যাওয়া হবে, যেখানে তারা বিভিন্ন ধরনের মিডিয়া নির্বাচন করতে পারবেন।
স্টেপ ৫ – এরপর নিজেদের ভয়েস স্টেটাস রেকর্ড করতে মাইক্রোফোন আইকনে ক্লিক করতে হবে এবং ধরে রাখতে হবে। রেকর্ডিং বন্ধ করতে আইকনটি ছেড়ে দিতে হবে।
স্টেপ ৬ – একবার এটি হয়ে গেলে, ইউজাররা চাইলে নিজেদের ভয়েস স্টেটাসের সঙ্গে লেখা, স্টিকার বা ফটো যোগ করতে পারেন।
স্টেপ ৭ – নিজেদের ভয়েস স্টেটাস আপলোড করতে ‘Send’ অপশনে ক্লিক করতে হবে।
WhatsApp-এর স্টেটাস আপডেট হিসাবে শেয়ার করা ভয়েস নোটগুলিও এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা হবে। ফটো এবং ভিডিওর মতো, স্টেটাসের মাধ্যমে শেয়ার করা ভয়েস নোট ২৪ ঘন্টা পরে অদৃশ্য হয়ে যাবে।