TRENDING:

বছরের শুরুতেই খারাপ খবর! WhatsApp-এ জারি হল নতুন নিয়ম, এটি না মানলে ডিলিট হবে অ্যাকাউন্ট

Last Updated:

হোয়াটসঅ্যাপ নজের টার্মস আর প্রাইভেসি পলিসিকে আপডেট করেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিজের জনপ্রিয়তা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। কিন্তু নতুন বছরেও হোয়াটসঅ্যাপের পরিষেবা ব্যবহার করার জন্য ইউজারদের অ্যাপটির সব শর্ত মেনে নিতে হবে। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিজেদের টার্মস ও প্রাইভেসি পলিসি আপডেট করেছে। আর মগলবার বিকেল থেকে ভারতের ব্যবহারকারীরা এর নোটিফিকেশন পেতে শুরু করেছে। যদি কোনও ব্যবকারকারী অ্যাপের প্রত্যেকটি শর্ত না মেনে নেয় তাহলে তাঁদের নজেদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করতে হবে।
advertisement

প্রথমে বলা হয়েছিল যে হোয়াটসঅ্যাপের নতুন শর্ত ৪ ফেব্রুয়ারী ২০২১ থেকে লাগু করা হবে, কিন্তু কোম্পানি এখন থেকেই ধীরে ধীরে নোটিফিকেশন পাঠাতে শুরু করে দিয়েছে। WABetaInfo ট্যুইট করে এই তথ্য জানিয়েছে, আর সঙ্গে একটি স্ক্রিনসটও শেয়ার করেছে।

নিজের অ্যাকাউন্ট ব্যবহার করে যেতে হলে ইউজারদের নতুন সব শর্ত মেনে নিন হবে। যদিও বর্তমানে আপনি 'Not Now' এর অপশনও দেখে পাবেন, কারণ হোয়াটসঅ্যাপ ইউজারদের ৪ ফেব্রুয়ারী পর্যন্ত সময় দিয়েছে এই সব শর্ত মেনে নাওয়ার জন্য। এই সময়ের মধ্যে ব্যবহারকারীদের এই নতুন নীতি মেনে নিতে হবে, না হলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।

advertisement

advertisement

হোয়াটসঅ্যাপের আপডেটেড পলিসিতে আপনি কোম্পানিকে কি বিষয়ে লাইসেন্স দিচ্ছেন সেটা লেখা রয়েছেন। এতে লেখা রয়েছে যে।' আমাদের সার্ভিস অপারেট করার জন্য আপনি হোয়াটসঅ্যাপকে, যা কনটেন্ট আপনি আপলোড, সাবমিট, স্টোর, সেন্ড বা রিসিভ করছেন; সেগুলিকে ব্যবহার, রিপ্রোডিউস আর ডিসপ্লে করার জন্য গোটা বিশ্বে, নন-এক্সক্লুসিভ, রয়্যেলটি ফ্রি, ট্রান্সফারেবেল লাইসেন্স দিচ্ছেন'।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাজরা পোকা, শোষক পোকার বংশ হবে ধ্বংস! এই কয়েকটি টিপস মানলেই ধানের ফলন বাড়বে কয়েকগুণ
আরও দেখুন

হোয়াটসঅ্যাপ নজের টার্মস আর প্রাইভেসি পলিসিকে আপডেট করেছে। সেই সঙ্গে এতে লেখা রয়েছে যে, 'এই লাইসেন্সের মাধ্যমে আপনার দেওয়া অধিকার আমাদের পরিষেবা পরিচালনা আর সরবরাহের সীমিত উদ্দেশ্যের জন্য'। এতে এও লেখা রয়েছে ফেসবুক কীভাবে আপনার চ্যাট ব্যবসায়ের জন্য সংরক্ষণ এবং ম্যানেজ করবে। হোয়াটসঅ্যাপের মুখপাত্রও গত মাসে নতুন শর্তগুলি নিশ্চিত করেছেন। আর বলা হয়েছিল হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে তাঁদের শর্তের সঙ্গে একমত হতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বছরের শুরুতেই খারাপ খবর! WhatsApp-এ জারি হল নতুন নিয়ম, এটি না মানলে ডিলিট হবে অ্যাকাউন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল