আইফোনের ইউজাররা WhatsApp-এর এই সকল ফিচার ব্যবহার করতে পারবেন। কিন্তু, এর জন্য তাঁদের WhatsApp-এর সর্বশেষ আপডেট ইন্সটল করতে হবে। WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী WhatsApp আইফোনের ইউজারদের জন্য নতুন ৩টি ফিচার চালু করেছে। এক নজরে দেখে নেওয়া যাক WhatsApp-এর নতুন ৩টি ফিচার।
১) চ্যাট ট্রান্সফার ফিচার –
এই ফিচার ইউজারদের তাঁদের চ্যাট হিস্টরি একটি ভিন্ন আইফোনে স্থানান্তর করতে সাহায্য করে। এই ফিচারের সাহায্যে অবশেষে আইক্লাউডের উপর নির্ভর না করে নিজেদের চ্যাট হিস্টরি একটি ভিন্ন আইফোনে স্থানান্তর করা সম্ভব।
advertisement
২) সাইলেন্স আননোন কলার অপশন –
WABetaInfo এর রিপোর্টে জানানো হয়েছে যে, কয়েকজন ইউজার এই ফিচার ব্যবহার করতে সক্ষম হয়েছে। ইউজাররা এখন অজানা কল সাইলেন্স করতে পারেন এই উপায়ে – Settings > Privacy > Calls
৩) ল্যান্ডস্কেপ মোড –
এই মোডটি পোর্ট্রেট মোডের তুলনায় ভিডিও কল ইন্টারফেসে আরও বিস্তৃত দৃশ্যপট প্রদান করে৷ বিশেষত, এটি কল অংশগ্রহণকারীদের একই সঙ্গে স্ক্রিনে আরও বেশি লোককে দেখতে দেয়। অর্থাৎ কেউ যখন একটি বড় গ্রুপ কলের অংশ হয় তখন এই ফিচার খুবই কাজে লাগে।এছাড়াও অফিসিয়াল চেঞ্জলগ আরও উল্লেখ করেছে যে, অবতার স্টিকারের একটি বড় সেটের জন্য উন্নত নেভিগেশন থাকবে।
আরও পড়ুন:
যে সকল ইউজারের কাছে এখনও এই ফিচার নেই, তাঁদের মনে রাখতে হবে যে কিছু অ্যাকাউন্ট আগামী সপ্তাহে সেগুলি পেতে পারে, যেমনটা অফিসিয়াল চেঞ্জলগে নির্দেশ করা হয়েছে৷ এছাড়াও, অ্যাপ স্টোর এবং TestFlight অ্যাপ থেকে নিয়মিতভাবে WhatsApp আপডেট রাখতে হবে, যাতে ভবিষ্যতে এই ফিচার ব্যবহার করা যায়।